নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৮ মে ২০২৩। আয়োজন ছোট হলেও সম্প্রতি লিটল ম্যাগাজিন’স রাইটার্স ইন নিড-এর সভাকক্ষে (৭০ শরৎ বোস রোড) এই প্রবাদপ্রতিম তবলাবাদকের জন্মদিন উপলক্ষে প্রবীণ সাংবাদিক অশোক দে-র একটি স্মারক পুস্তিকা প্রকাশ করলেন সংগীত পরিচালক সুপর্ণকান্তি ঘোষ, তবলাশিল্পী পন্ডিত সমর সাহা, তালবাদ্যশিল্পী কালিদাস নন্দী, গোপাল বর্মণ, কবি ও সাংবাদিক সৈয়দ হাসমত জালাল, অরোরা ফিল্মস এর কর্ণধার অঞ্জন বসু সহ বিশিষ্টজন।
সকলেই রাধাকান্ত নন্দী সম্পর্কে অনুভূতি ব্যক্ত করেন। এই দিনটির ব্যাখ্যা এবং অশোক দে-র লেখা ‘ তবলার জাদুকর রাধাকান্ত ‘ এ নিয়ে বলেন কবি ও সাংবাদিক সৈয়দ হাসমত জালাল। উদ্বোধন সংগীত পরিবেশন করেন ইন্দ্রাক্ষী ঘোষ বসু। লোকগান শোনান অনিন্দিতা দাস। আয়োজন আকারে ছোট হলেও সকলের মনে থেকে যাবে এই অনুষ্ঠান।
কথা সমন্বয় : পৌলমী ভট্টাচার্য।
Be First to Comment