দেবব্রত রায় চৌধুরী: কলকাতা, ১০ এপ্রিল ২০২০ “বাবু গো করোনা আমাদের প্রাণে মারেনি কিন্তু মেরেছে! এই কথা বলতে বলতে একরাশ হতাশা নিয়ে মুখ করুন করে চোখের কোণে জল নিয়ে অশীতিপর বৃদ্ধ বললেন পাঁচজনের সংসারের একজন রোজগেরে কোনমতে টেনেটুনে চলে এমনিতেই, তার ওপর আজ সব বন্ধ। কোন রোজগার নেই। সুশীল মন্ডল এর মত সমাজকর্মী মানুষদের কল্যাণে কয়েকটা দিন একটু পেট ভরে ভাত খেতে পারব। লকডাউন পরিস্থিতিতে দেশ তথা রাজ্যের সর্বত্র একই চিত্র হলেও কামারহাটি পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের ১ নম্বর রামকৃষ্ণ পল্লীর প্রচুর দিন আনি দিন খাওয়া মানুষদের জন্য চাল, আলু, পিয়াঁজ, সোয়াবিন সঙ্গে মাক্স ও স্যানিটাইজার আয়োজন যথার্থ বলে জানলেন বিশিষ্ট সমাজকর্মী সুশীল মন্ডল।
প্রায় ৫০০ জনের জন্য এই সামান্য প্রয়াস হলেও এই নিরলস প্রচেষ্টা চলবে যতদিন লকডাউন থাকবে। যেমন ভাবে আমরা ক্যান্সার চিকিৎসার জন্য সারা বছর কাজ করে থাকি ঠিক তেমনই এই কাজ চলবে বলে জানালেন সুশীল বাবু।
Be First to Comment