গোপাল দেবনাথ: কলকাতা, ২০শে জানুয়ারি ২০২০ লেখাপড়ার যেমন কোন বয়স হয়না ঠিক তেমনই খেলাধুলার ও কোন বয়স হয়না। মানুষ চাইলেই যে কোনো বয়সে খেলা শুরু করতেই পারে। আর ছেলেবেলায় অভ্যেস থাকলে তো কথাই নেই। বর্তমানে ভারতবর্ষে সবচেয়ে যে খেলাটা বেশি জনপ্রিয় তা হল ক্রিকেট। টেস্ট নয়, ওয়ান ডে ও নয়, টি-২০এখন ক্রিকেটের ভবিতব্য। আই পি এল ফরম্যাট আরও জনপ্রিয়। গতকাল কলকাতার কাঁকুরগাছির সুকান্ত উদ্যানে স্বপ্নার বাগান স্পোর্টিং ক্লাব আয়োজিত স্বপ্নার বাগান প্রিমিয়ার লীগ সাধারণ মানুষের নজর কেড়েছে। ছয়টি দল এই ক্রিকেট লীগে অংশগ্রহণ করেছে। বয়স সীমা ৪০বছর থেকে ৬০বছর। উদ্দেশ্য খেলার মাধ্যমে শরীরকে সুস্থ রাখা। এই সুকান্ত উদ্যানে প্রদীপ পাল (ভগা দা) স্মৃতি মঞ্চে এই ক্রিকেট টুর্নামেন্ট র ফাইনালের দিন উপস্থিত রাজের মন্ত্রী সাধন পান্ডে, ছিলেন ক্রিকেটের প্রণব রায়, শিব শঙ্কর পাল, পৌরমাতা সুনন্দা গুহ, পৌরপিতা শান্তিরঞ্জন কুন্ডু, সভাপতি কৃষ্ণা সেনগুপ্ত, শুভ্র জোয়ারদার। অনিন্দ্য সেনগুপ্ত জানালেন এই ক্রিকেট টুর্নামেন্ট ৪ বছর ধরে চলছে এই ফরম্যাটে ক্রিকেট খেলতে প্রবীণ নাগরিকদের মধ্যে খুবই উৎসাহ ও উদ্দীপনা আয়োজকদের নজর কেড়েছে। আই পি এল ফরম্যাটে এই খেলায় ক্রিকেটার কেনা বেচার ব্যবস্থাও আছে যেটা এক কথায় অনবদ্য।
কাঁকুরগাছি সুকান্ত উদ্যানে স্বপ্নার বাগান প্রিমিয়ার লীগ……..
More from GeneralMore posts in General »
- দু’জোড়া অসহায় চোখ আজও তাকিয়ে আছে আকাশের দিকে….।
- 1st CT Scan unit of 96 Slice installed at century old SVS Marwari Hospital….
- হাওড়া – শ্রীরামপুরে জাতীয় লোক আদালতে মিটলো অসংখ্য মামলা…।
- বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে অনুষ্ঠিত হলো এস এন মিউজিক আয়োজিত অনুষ্ঠান “আজ হৃদয়ে ভালোবেসে”….।
- বিশ্ব লিম্ফোমা দিবসে ক্যান্সার থেকে মুক্তির কাহিনী শোনালেন ক্যান্সার জয়ীরা…..।
- Marwari Yuva Manch Siliguri honours veteran Salesian priest and educationist….
Be First to Comment