মোল্লা জসিমউদ্দিন – বৃহস্পতিবার কাটোয়া মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সন্দীপ চৌধুরীর এজলাসে এক খুনের মামলায় দোষী সাব্যস্ত ব্যক্তির যাবৎজীবন কারাগারের রায়দান ঘটে। ৩০২ এবং ৩২৮ ধারায় ১৭ জন সাক্ষ্যির সাক্ষ্যদানে এই মামলাটির রায়দান ঘটে বলে জানান সরকার পক্ষের আইনজীবী তাপস কুমার মুখোপাধ্যায়। আসামি দীপঙ্কর ঘোষের আইনজীবী অবশ্য এই রায়ের বিরুদ্ধে তিনমাসের মধ্যে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন। এদিন বিচারক তাঁর রায়ে যাবৎজীবনের পাশাপাশি ১০ হাজারের আর্থিক জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। ২০০৫ সালে ৬ ডিসেম্বর রাতে কাটোয়ার ছোট কুলগাছি গ্রামে পরাণ ঘোষ এক প্রতিবেশী তথা কাটোয়া কলেজের কর্মচারী দীপঙ্কর ঘোষ এর হাতে ধারালো অস্ত্রে খুন হন। নিহতের স্ত্রী ঘটনার পরের দিন কাটোয়া থানায় লিখিত অভিযোগ করেন। বৃহস্পতিবার বেলা তিনটে নাগাদ কাটোয়া মহকুমা আদালতে অতিরিক্ত।জেলা।ও দায়রা বিচারক সন্দীপ চৌধুরী আসামি দীপঙ্কর ঘোষের যাবৎজীবন জেল এবং দশ হাজারের আর্থিক জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছরের সশ্রম কারাদণ্ড রায়দান দেন। আজ অর্থাৎ শুক্রবার একই এজলাসে আরও একটি খুনের মামলায় রায়দান ঘটতে পারে বলে আদালত সুত্রে প্রকাশ।
কলেজ কর্মীর যাবজ্জীবন
More from GeneralMore posts in General »
- আদিবাসী শিশু কল্যাণ বিদ্যাপীঠের ছাত্র-ছাত্রীদের সংগে এবার গোবরডাঙ্গা নকসা।
- কলকাতায় আইআইটি – জেইই এবং নিট কোচিংয়ে রাইস বানসাল এর নতুন উদ্যোগ…।
- নিউ দিল্লিতে কর্তব্য পথের নেতাজি মূর্তিতে লেফটেন্যান্ট পিল্লাইয়ের শ্রদ্ধা ও ভারতীয় সেনার সম্মান প্রদর্শন…..।
- এন্টোড কলকাতায় শিশু কিশোরদের শ্রবণ হ্রাস সমস্যার বৃদ্ধি মোকাবিলায় জাতীয় শ্রবণ সপ্তাহের আয়োজন করলো…।
- Healthy Kidneys, Healthier Lives: Manipal Hospitals Kolkata’s Expert Take on Prevention….
- প্রেস ক্লাব কলকাতায় বসন্ত উৎসব…।
Be First to Comment