নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪।কলকাতা প্রেস ক্লাবে অনুষ্ঠিত হল রিপোর্টারস এ্যান্ড ফটোগ্রাফার এ্যাসোসিয়েশনের আয়োজনে এবং শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ ও শিব শক্তি বি.ডি.আর প্রোডাকশনের সহযোগীতায় অষ্টম বঙ্গ কবি, সাহিত্য ও সাংস্কৃতিক রত্ন সম্মান। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডাঃ সুভাষ চক্রবর্তী, দেবযানী ঘোষ, সভাপতি সূর্য চ্যাটার্জী, সহঃ সভাপতি সঞ্জয় তাওয়ার, সংস্থার সম্পাদক অনুপ কুমার বর্ধন, সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন সহঃ সম্পাদক শুভ্রা নায়েক, অরুনিমা দে ও মিথিলেশ তেওয়ারী।
এদিনের অনুষ্ঠানে মোট আট জন সম্মান পেয়েছেন। তার মধ্যে তিনটি স্বর্ণপদক প্রাপকেরা হলেন ডাঃ সুভাষ চক্রবর্ত্তী, দেবযানী ঘোষ ও শ্রী লেখা চ্যাটার্জী। ট্রফি প্রাপকেরা হলেন পি. শ্বাশ্বতী, অপর্না দে, অরুনিমা দে, সংঘমিত্রা ঘোষাল ও অরূপ গুহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিয়া দাস, দেবশ্রী মুখার্জী, দেবব্রত রায় চৌধুরী, গোপীনাথ ধর, তনুশ্রী ধর, আকাশ চ্যাটার্জী, গোপাল দেবনাথ, প্রদীপ বড়াল, রূপা দত্ত চৌধুরী, হাটু বাবা, তারক ধর সহ বিশিষ্টজন।
সমস্র অনুষ্ঠানটি পরিকল্পনা ও পরিচালনা করেন সম্পাদক অনুপ কুমার বর্ধন ও সাংস্কৃতিক সম্পাদক মৌসুমী বর্ধন।
Be First to Comment