মোল্লা জসিমউদ্দিন: কলকাতা, ১৩মে ২০২০।মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চ কলকাতা পুরসভার মেয়াদ বাড়িয়ে দিলো। সিঙ্গেল বেঞ্চের রায় কে বহাল রেখে মেয়াদ ৮ জুন থেকে ২০ জুলাই অবধি বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। এরমধ্যে দুপক্ষকেই হলফনামা পেশের নির্দেশ দেওয়া রয়েছে। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ২০ জুলাই। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় কে বহাল রেখেও কলকাতা পুরসভার এহেন মেয়াদবৃদ্ধির সাংবিধানিক বৈধতা এবং আইনি যৌক্তিকতা নিয়ে পরবর্তী শুনানিতে বিচার হবে বলে আশ্বাস দিয়েছে ডিভিশন বেঞ্চ। করোনা পরিস্থিতি পর্যালোচনা করে এই নির্দেশ বলে ডিভিশন বেঞ্চ আদেশনামায় উল্লেখ রেখেছে। ডিভিশন বেঞ্চের এই রায়ে স্বস্তিতে রাজ্য। মহামারী পরিস্থিতিতে জনপরিষেবা সচল রাখতে রাজ্য সরকার সংবিধানের ১৫৪ ধারা ব্যবহার করে এই প্রশাসক মন্ডলী নিয়োগ করে। উল্লেখ্য, গত ৭ মে কলকাতা পুরসভার জনপ্রতিনিধিদের মেয়াদ শেষ হয়৷ তার আগের দিন অর্থাৎ ৬ মে রাজ্য পুর ও নগরোন্নয়ন দপ্তর এক বিজ্ঞপ্তি জারি করে কলকাতা পুরসভা পরিচালনার জন্য এক প্রশাসক মন্ডলী গঠন করে। মেয়াদ উত্তীর্ণ এই প্রশাসক মন্ডলী নিয়োগ অবৈধ দাবি করে উত্তর কলকাতার বাসিন্দা শরদ সিংহ নামে এক ব্যক্তি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন। কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গেল বেঞ্চ আপদকালীন পরিস্থিতি পর্যালোচনা করে জনপরিষেবা সচল রাখতে রাজ্য সরকারের এহেন প্রশাসক মন্ডলী কে কেয়ারটেকার হিসাবে ৮ জুন অবধি কাজ চালিয়ে যেতে নির্দেশ দেয়। তবে এই প্রশাসক মন্ডলীর সাংবিধানিক বৈধতা এবং আইনি যৌক্তিকতা ঠিক না বেঠিক তা পরবর্তী শুনানিতে বিচার হবে বলে জানিয়েও দেয়। সিঙ্গেল বেঞ্চের এহেন নির্দেশের বিরুদ্ধে মামলাকারী সংবিধানের ১৪, ১৯ এবং ২১ নং ধারায় মেয়াদ উত্তীর্ণ জনপ্রতিনিধিদের প্রশাসক মন্ডলী নিয়োগ অবৈধ দাবি করে ফের দারস্থ হন৷ কিভাবে পুরমন্ত্রী নিজে নিয়োগ করে প্রশাসকমন্ডলীর প্রধান হন তা ক্ষমতার অপব্যবহার দাবি করে দারস্থ হন মামলাকারী। মঙ্গলবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি তীর্থংকর ঘোষের ডিভিশন বেঞ্চে ভিডিও কনফারেন্সে শুনানি চলে। সেখানে দুপক্ষের বক্তব্য দেখে ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায় কে বহাল রেখে কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর মেয়াদ ৮ জুন থেকে বাড়িয়ে ২০ জুলাই অবধি বহাল রাখলো। মূলত করোনা মহামারী পরিস্থিতি পর্যালোচনা করে এই নির্দেশ বলে জানা গেছে। তবে প্রশাসক মন্ডলীর সাংবিধানিক বৈধতা এবং আইনি যৌক্তিকতা নিয়ে পরবর্তী শুনানিতে বিচার হবে বলেও জানিয়েছে ডিভিশন বেঞ্চ। আগামী ২০ জুলাই এই মামলার পরবর্তী শুনানি রয়েছে । দুপক্ষকে এই তারিখের মধ্যে নিজেদের বক্তব্য হলফনামায় জমা দিতে হবে।
কলকাতা পুর প্রশাসকমন্ডলীর মেয়াদ বাড়ালো হাইকোর্ট…….
More from GeneralMore posts in General »
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
- বাংলা নববর্ষের দিন ইস্টবেঙ্গল ক্লাবে বারপুজো….।
- অন্ধ শিশু ও বৃদ্ধদের পাশে আইইএম-ইউইএম এবং লায়নস্ ক্লাব অফ কলকাতা….।
- Symptom-Based Healthcare is not the only indicator of a country’s health: A New Era of Preventive Care is Emerging, says Apollo Hospitals’ Health of the Nation 2025 Report….
- এশিয়া বুক অব রেকর্ডস-এর স্বীকৃতি পেল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ….।
- শ্রী জগন্নাথ মানবতার প্রতীক- শ্রী জগন্নাথ পূজা কমিটির উদ্যোগে পর্ণশ্রী সাউথ ব্লক ক্লাবে গীতা মহাযজ্ঞের উদ্বোধন….।
Be First to Comment