গোপাল দেবনাথ – আধুনিক সমাজ জীবনে ভালোভাবে বসবাস করতে গেলে যেমন ফ্ল্যাট বাড়ির প্রয়োজন হয় ঠিক তেমনই কর্মজীবনে অফিসেরও প্রয়োজন হয়। এই বাড়ি ও অফিস কে মনের মতো করে সাজাতে গেলে চাই সুন্দর আসবাবপত্র। আজকের দিনে শহর কলকাতায় সুন্দর ও আধুনিক আসবাবপত্রের নতুন রিটেল স্টোর “রয়্যালওক”। ভি আই পি রোডের ওপর কৈখালীতে ১০০০০স্কোয়ার ফুটের এই মনোরম শোরুমের শুভ উদ্বোধন করেন বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক আবীর চাটার্জ্জী। সারা ভারতবর্ষে ৫৮টি স্টোর থাকলেও কলকাতায় এই প্রথম। কলকাতায় অন্যান্য আসবাবপত্রের শোরুম থাকলেও এই স্টোরের মতো এতো রকমের আসবাবপত্র পাওয়া যাবেনা বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান শ্রী বিজয় এস। এই স্টোরে আন্তর্জাতিক মানের আসবাবপত্র পাওয়া যাবে। সবই বিদেশ থেকে আমদানি করা। এই সংস্হার আমদানিকৃত ১৫০০ধরণের বৈচিত্রে ভরা আসবাব সামগ্রী এই দেশের ৫৮টি খুচরো বিক্রির দোকানে অনায়াসে পেয়ে যাবেন ক্রেতারা। দাম একদমই নাগালের মধ্যে বলে জানলেন এই সংস্হার ম্যানেজিং ডিরেক্টর শ্রী মাথান এস। শ্রী বিজয় এস মনে করিয়ে দিলেন আমাদের সব শোরুমের আসবাবপত্র আমদানি করা হয় আমেরিকা, জার্মানী, ইতালি, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, তুর্কি এবং চীন থেকে। ক্রেতারা চাইলে একবারে পকেট খালি না করেও মাসে মাসে কিস্তি তে কেনার সুযোগ পাবেন। শ্রী মাথান বলেন ভারতবর্ষের ছয় রাজ্যে ১০ টি গুরুত্বপূর্ণ জায়গায় আসবাবপত্র মজুত রাখার জন্য আন্তর্জাতিক মানের ওয়্যারহাউজ আছে। এই ওয়্যার হাউজ গুলি রয়েছে পশ্চিমবঙ্গ, কর্ণাটক, হরিয়ানা, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা। অভিনেতা আবীর চ্যাটার্জী ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শোরুমের শুভ উদ্বোধন করেন। সাথে ছিলেন এই শোরুমের কর্ণধার শ্রেয়ান ঝুনঝুনওয়ালা, প্রমোদ ঝুনঝুনওয়ালা এবং শোরুম ম্যানেজার সন্দীপ পাত্র। পুরো শোরুমটি ঘুরে দেখেন আবীর এবং উচ্ছাস প্রকাশ করে বলেন এত ভালোমানের ও সুন্দর ডিজাইনের আসবাবপত্র খুব বেশী নজরে পড়েনা। তিনি আরও বলেন আমরা যে জায়গাটা বেশিরভাগ সময় ব্যবহার করি সেই জায়গার আসবাবপত্র নয়নাভিরাম ও আরামদায়ক হওয়া একান্ত প্রয়োজন। তাহলে কাজের মানের সাথে জীবনযাত্রার মানের উন্নতি অবশ্যম্ভাবী। বর্তমানে ক্রেতারা চাইলেই কেনাকাটায় বহু শতাংশে ছাড়ে কেনার সুযোগ নিতে পারেন বলে জানালেন কতৃপক্ষ।
কলকাতায় আন্তর্জাতিক মানের আসবাবপত্রের শোরুম “রয়্যালওক” এর শুভ উদ্বোধনে আবীর চাটার্জ্জী
More from GeneralMore posts in General »
- Neotia Bhagirathi Women & Child Care Centre brings back its iconic kids’ carnival – Baby’s Day Out, after a decade….
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘অমৃতকুম্ভে মৃত্যুমিছিল’….।
- Sunday Suspense Marks 15 Years with Expanding Storytelling Universe…
- Rapido to Invest ₹150 Crore in Mobility and Infrastructure in partnership with West Bengal Transport Department….
- Desun Hospital Observes World Cancer Day 2025 with Music Therapy and Awareness Initiatives…
- টালিগঞ্জে স্বামী প্রণবানন্দ বিদ্যাপীঠের সুবর্ণজয়ন্তী বর্ষের সূচনা হলো..।
Be First to Comment