নিউজ স্টারডম: দক্ষিণ ২৪ পরগনা, ৬এপ্রিল ২০২০। নিবেদিতা পাঠশালা। প্রত্যন্ত এলাকার দরিদ্র পরিবারের শিশু কিশোরদের জন্য দেব সাহিত্য কুটির হেরিটেজ ফাউন্ডেশন এর একটি শিক্ষা দান প্রকল্প।
দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার অন্তর্গত আটঘরা ঢালুয়া গ্রামে অবস্থিত।
গত রবিবার ৫ই এপ্রিল সকালে গ্রামের মানুষের উপিস্থিতিতে করোনা জনিত লক ডাউন সময়ে দিন আনা দিন খাওয়া কর্মহীন পরিবারগুলির কাছে সাধ্যমত চাল, আলু, নুন, ডিম ইত্যাদি পৌঁছে দেওয়া হলো ফাউন্ডেশন এর তরফ থেকে।
বহু দুঃস্থ মানুষের হাতে এই সেবা তুলে দেওয়ার ইচ্ছে থাকলেও ওই দিনে ২৫জন মানুষের হাতে তুলে দেওয়া হয়েছে।
সাধারণ মানুষ এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
Be First to Comment