Press "Enter" to skip to content

করোনার সংক্রমণের জন্য মানুষ যখন বিপর্যস্ত, তখন অর্থনৈতিক আশঙ্কাও মানুষ কে সন্ত্রস্ত করে রেখেছে…….

Spread the love

গোপাল দেবনাথ: কলকাতা, ১৬মে, ২০২০। করোনার সংক্রমণের জন্য মানুষ যখন বিপর্যস্ত, তখন অর্থনৈতিক আশঙ্কাও মানুষ কে সন্ত্রস্ত করে রেখেছে। আর এই পরিস্থিতি আরো উপদ্রুত হয়েছে, যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করে রেখেছেন, তাদের জন্য। বিশেষত যারা ডেট ফান্ডে বিনিয়োগকারী তাদের এখন এক নতুন সমস্যার সম্মুখীন হতে হয়েছে। সাম্প্রতিক ফ্র্যাংকলিন টেম্পেলটন ঘোষণা করে যে তারা ৬টি বিশেষ ডেট ফান্ড বন্ধ করে দিয়েছে এই লকডাউন এর জন্য। যেহেতু এই ফান্ড গুলি সরকারি ও বেসরকারি সংস্থার ঋণপত্রে লগ্নি করে আয় করে আর যেহেতু এখন এই সংস্থা গুলির কোনো আয় নেই, তাই স্বাভাবিক ভাবেই ফান্ড গুলির আয় বন্ধ। তাই এই সিদ্ধান্তে উপনীত হয় মিউচুয়াল ফান্ড কোম্পানি।
তবে এমন অবস্থায় যাতে বিনিয়োগকারীদের সুবিধে হয় তাই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করেছে ৫০,০০০ কোটি টাকার নগদ জোগানোর ব্যবস্থা। রিজার্ভ ব্যাংকের থেকে এই আশ্বাসে যেমন বিনিয়োগকারীদের কিছুটা পরিত্রান হয়েছে, অন্যদিকে তারা আশঙ্কা করছে অন্য মিউচুয়াল ফান্ড কোম্পানি গুলির জন্য। তাই এখন সাধারণ বিনিয়োগকারীদের দরকার ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার। এই পরিস্থিতি তে এটাই উপদিষ্ট হতে হবে যে এখন বিচলিত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। এই প্রসঙ্গে আর্থিক পরামর্শ দাতা সুরজিৎ কালা জানালেন আপনার যদি কোনো ডেট ফান্ডে বিনিয়োগ করা থাকে তাহলে দরকার সেটার আরেকবার মাননির্মান করা। আপনার যদি ডেট ফান্ডে বিনিয়োগ করা থাকে তাহলে সেটা লিকুইড ফান্ড, ওভারনাইট ফান্ড বা আরবিট্রেজ ফান্ডে পরিবর্তন করতে পারেন। আপনি যদি নতুন বিনিয়োগকারী হন, আর আপনার যদি নতুন বিনিয়োগ করতেই হয়, তাহলে আপনার রিস্ক এপেটাইট বুঝে ইকুইটি ফান্ডে বিনিয়োগ করতে পারেন। তবে মাথায় রাখতে হবে যে এই বিনিয়োগ করতে হবে ধৈর্য্য নিয়ে লং-টার্ম -কথা ভেবে। আপনার যদি খুব শীঘ্রই কোনো আর্থিক চাহিদা থাকে তাহলে ইকুইটি ফান্ডে বিনিয়োগ করা উচিত হবে না। মনে রাখতে হবে যে ইকুইটি ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে কমপক্ষে ৫-৬ বছরের জন্য রাখতেই হবে। তবে নতুন বিনিয়োগকারী বা পুরাতন বিনিয়োগকারী, দুজনের জন্যই উচিত হবে, এখন নিজে থেকে কোনো আকস্মিক সিদ্ধান্ত না নিয়ে আপনার অর্থনৈতিক পরামর্শ দাতার কাছে পরামর্শ নিয়ে সঠিক পথে চলা।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.