গোপাল দেবনাথ: কলকাতা, ২৬মার্চ ২০২০ বিধান শিশু উদ্যানে আজ বিকেল চারটে থেকে শুরু হয়ে গেছে জৈব হাট। চলবে যতক্ষণ জিনিসপত্র থাকবে। উদ্যানের এই জৈব হাটে বিক্রি হওয়া সমস্ত কিছুই সম্পূর্ণ জৈব সার ব্যাবহার করে উৎপন্ন হয় বলে সমস্ত পন্যই বিষমুক্ত।
এখানে পাওয়া যাচ্ছে সবধরনের শাকশব্জিসহ মাছ, মাংষ, ডিম,সরষের তেল, চাল, ডাল, ঘি, মধু, মুড়ি, চিড়ে সহ বিভিন্ন ধরনের খাদ্যসামগ্রী।
অত্যন্ত সুশৃঙ্খলভাবে বহু মানুষ সরকারি নির্দেশিকা অনুযায়ী নিদিষ্ট দূরত্ব বজায় রেখে বাজার করছেন। দীর্ঘ বছর ধরে চলে আসা প্রথা অনুযায়ী আগামী রবিবার ও সকাল সাতটায় আবার বসবে এই বিষমুক্ত খাদ্যসামগ্রীর হাট।
সবাইকে এই জৈব হাটে সাদর আমন্ত্রণ জানিয়েছেন সংস্থার সম্পাদক গৌতম তালুকদার। আজ বিকেলের হাটে টোনার তরফ থেকে স্বয়ং উপস্থিত ছিলেন উদয়ভানু রায়।
সাধারণ মানুষের সংগে তিনি আলোচনা করছেন এই বিষমুক্ত জৈব খাদ্যসামগ্রী ব্যাবহারের প্রয়োজনীয়তা নিয়ে।
Be First to Comment