ভাস্কর ভট্টাচার্য –
একটা গান লিখতে গিয়ে দেখি গল্প হয়ে গেছে
একটা কান্না লিখতে গিয়ে গান। এতদিন যা রাজপ্রাসাদ জেনেছি
আজ জানলাম ওটা শকুনির বাগান।
জীবন্ত মানুষেরা কবেই চলে গেছে
ফেলে গেছে, রাজৈশ্বর্য, মাথার মুকুট
পাড় ধরে বেড়েছে সহস্র ফণার বট
উন্মাদিনী এক লিখেই চলেছে চিরকূট।
ছুটলাম এক ত্রিকালদর্শীর কাছে
আর সবই গেছে, শুধু অক্ষিটুকু আছে
শীতের দামোদরে সারি সারি মরা ডিঙিচারিদিকে ঝড়ে পড়া বৃক্ষ ও জল
শব্দহীন কুহকে মোড়া এক পোড়া সময় আঁকড়ে আছেন যেন।
আমি বললাম, কমরেড চুরি হয়ে গেল সব শ্রম
দেশের শ্রমিক জিপসির মতো পরিযায়ী হন
ঝুড়ি ঝুড়ি মিথ্যা আপেল বিলোয় মাহাত্যগণকাঁড়ি কাঁড়ি আশ্বাসের ফেনা, কাগজের ফুলঝুড়ি
পরাজিত পরিযায়ী পথ হাঁটেন বেলেঘাটার বুড়ি।আপনি কিছু বলুন কমরেড, আপনি কিছু বলুন।
Be First to Comment