————–তোমায় দেখিনি কতদিন!————
ভাস্কর ভট্টাচার্য-
কতদিন দেখিনি শহর তোমায়
কতদিন দেখিনি কলেজ স্ট্রিটের পুরনো বই
রাস্তা পার হওয়া হইচই।
কতদিন দেখিনি পাপ ও পিপাসার কলকাতা
দলাদলি রাজনীতি হন্তারক রক্ত ঝরিয়েও
যে শহর বেঁচে থাকে আমার পায়ে পায়ে।
রংচঙে দুপুর ট্রামের ঘণ্টি, কত কোলাহল গায়ে।
কতদিন শুনিনি আচম্বিত বন্ধুর ডাক,
পথ ভুলে চলে যাওয়া হয়নি এদিক ওদিক,
কতদিন ছড়ানো হয়নি নিজেদের ডানা।
কতদিন ভিড়ের মধ্যে খুঁজিনি নিজেই নিজেকে,
কতদিন হয়নি গুলতানি।
কতদিন থামেনি পা রবীন্দ্র-নন্দন
শুনিনি কবি ও কবিতার অভিনন্দন।
কতদিন দেখা হয়নি যে -যুবক একমনে গেয়ে যেত গান
পাশে বসা কিশোরীর নীরব অভিমান।
কতদিন অদেখা আজ হাতে হাত রেখে
প্রতিশ্রুতির চালাচালি, কী নিপুণ নিঃসরণ।
কতদিন রাখিনি পা আর্ট গ্যালারিতে
দেখিনি সৃজন-বেদনা ও শিল্পীর স্বপ্নালু চোখ,
কতদিন দেখিনি ঠগ প্রপঞ্চক লোক।
চেনা অভিনেত্রী বলেছিল আমার নাটক দেখা চাই
করা হয়নি তার অভিনয় যাচাই।
কতদিন, কতদিন আইসক্রিম সন্ন্যাসে
পার্ক স্ট্রিটে বসে শুনিনি মণিকার নতুন কবিতার বিমূর্ত প্রকৃতির ভাষা
কতদিন বন্দি আমি, যেন কুহকের বাসা।
কতদিন গড়িয়াহাট দেখেনি স্পর্ধিত যুবতীর স্তন
দেখেনি সেক্স অ্যাপিলের প্রতিযোগী দূতী বিলাস।
কতদিন হাঁটিনি আমি ধর্মতলার বুকে
কতদিন দেখিনি হাসি মণিকার চিবুকে।
কতদিন টলেনি পা কলকাতার পথে
অভিমানী সন্ধ্যায় সমীরণ সুখে
কতদিন, আর কতদিন কাটবে পা করোনা শামুকে!
Be First to Comment