*ও*
অর্জুন চক্রবর্তী : অভিনেতা ও সংগীতশিল্পী।
আমার শরীর জেগে ওঠে যে !
কথা,আলিঙ্গন,স্পর্শ, দেয়া নেয়া !
তার ই মাঝে সে জেগে ওঠে, চুপি চুপি !
দুষ্টু একরোখা শিশুর মত পা টিপে টিপে আসে !
অসাড় বোধে আঘাত হানে আচমকা !
অন্তর্সার শুন্যতায় লাথি মেরে ছুট দ্যায় !
দেহ বেয়ে তর তর করে ধেয়ে আসে !
মাথার শিরা উপশিরা ধরে দোল খায় !
তুমি এত কথা বোলোনা !
নিঃশব্দে আসতে দাও, ওকে বকোনা !
ওর আসার প্রতিক্ষায় মানব সভ্যতা !
ঘোমটার আড়ালের তৃষ্ণার্ত নয়ন তাকিয়ে !
ও আসবেই !
সন্তর্পনে, শুকনো পাতায় পা ফেলে !
এত কথা বোলোনা, কান পাত,
শুনতে পাবে !
অনুভূতির শেষ ধাপ অতিক্রম করা প্রথম ঝংকার !
হৃদয় জুড়ে দাপাদাপি !
ও আসবেই ! ওকে আসতে দাও !
Be First to Comment