সুব্রত ঘোষ: কলকাতা, ১৯শে জানুয়ারি ২০২০ সম্প্রতি কলকাতার আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউট হলে ‘কলকাতা অর্পন’-এর ৪২তম প্রয়াস ‘যেন ভুলে না যাই’ ভারত ও বাংলাদেশ মৈত্রীর বন্ধনে বাংলাদেশের বিশিষ্ট কবি লায়লা আফরোজ, ভারতের সংগীতশিল্পী ও লোকগবেষক শুভেন্দু মাইতি, কত্থক নৃত্যগুরু সূচন্দ্রা বন্দ্যোপাধ্যায়, লেখিকা ও সাংবাদিক মধুছন্দা চক্রবর্তী প্রমুখ গুণীজনদের সমাদৃত করেন ডাঃ ভবতোষ বিশ্বাস, পন্ডিত বিপ্লব মন্ডল, গৌড়ীয় নৃত্যগুরু বনানী চক্রবর্তী, শিল্পী গৌতম দাস। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ঋদ্দ্বিমান বসু এবং অনিতা পাল। এদিন ‘মিত্রায়ন’-এর শিশুরা চমৎকার নৃত্য পরিবেশন করে। আবৃত্তি পরিবেশন করেন বাংলাদেশের কবি লায়লা আফরোজ এপারের মিলি বিশ্বাস, মমতাজ মল্লিক প্রমুখ। এছাড়াও ছিল দুই বাংলার শিল্পীদের সংগীত পরিবেশন।
এপার বাংলা ও ওপার বাংলার মেলবন্ধনে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান…..
More from GeneralMore posts in General »
- টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব…..।
- খড়িগাছি ভারত সেবাশ্রম সঙ্ঘের বাৎসরিক মহোৎসব….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ট্রামের যাত্রাশেষ!’…..।
- অরেঞ্জ সিকিউরিটি সার্ভিসের উদ্যোগে শ্যামা মায়ের আরাধনা…..।
- আলোয় আলোকিত ইস্টবেঙ্গল….।
- শতাধিক বছরের রীতি মেনে পীরের মাজারে চাদর চাপিয়ে মঙ্গলকোট থানার কালীপুজোর সূচনা হলো….।
Be First to Comment