সুব্রত ঘোষ: কলকাতা, ১৯শে জানুয়ারি ২০২০ সম্প্রতি কলকাতার আশুতোষ মেমোরিয়াল ইনস্টিটিউট হলে ‘কলকাতা অর্পন’-এর ৪২তম প্রয়াস ‘যেন ভুলে না যাই’ ভারত ও বাংলাদেশ মৈত্রীর বন্ধনে বাংলাদেশের বিশিষ্ট কবি লায়লা আফরোজ, ভারতের সংগীতশিল্পী ও লোকগবেষক শুভেন্দু মাইতি, কত্থক নৃত্যগুরু সূচন্দ্রা বন্দ্যোপাধ্যায়, লেখিকা ও সাংবাদিক মধুছন্দা চক্রবর্তী প্রমুখ গুণীজনদের সমাদৃত করেন ডাঃ ভবতোষ বিশ্বাস, পন্ডিত বিপ্লব মন্ডল, গৌড়ীয় নৃত্যগুরু বনানী চক্রবর্তী, শিল্পী গৌতম দাস। রবীন্দ্রসংগীত পরিবেশন করেন ঋদ্দ্বিমান বসু এবং অনিতা পাল। এদিন ‘মিত্রায়ন’-এর শিশুরা চমৎকার নৃত্য পরিবেশন করে। আবৃত্তি পরিবেশন করেন বাংলাদেশের কবি লায়লা আফরোজ এপারের মিলি বিশ্বাস, মমতাজ মল্লিক প্রমুখ। এছাড়াও ছিল দুই বাংলার শিল্পীদের সংগীত পরিবেশন।
এপার বাংলা ও ওপার বাংলার মেলবন্ধনে আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান…..
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment