মোল্লা জসিমউদ্দিন : কলকাতা, ২০ জুলাই, ২০২১। এবারের একুশে জুলাই তৃণমূল কংগ্রেস রাজ্যের সীমানা পেরিয়ে সর্বভারতীয় ক্ষেত্রে পৌঁছে যেতে চায়।এবারের লক্ষ্য আগামী ২০২৪ সালের লোকসভার ভোট।
তাই শুধু বাংলায় নয় রাজধানী দিল্লি সহ আসাম, ত্রিপুরা, মনিপুর, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, তামিলনাড়ু সর্বপরি প্রধানমন্ত্রী – স্বরাষ্ট্র মন্ত্রীর রাজ্য অর্থাৎ গুজরাটে একুশে জুলাই পালন হবে মহাসমারোহে। একুশে বিধানসভা নির্বাচনে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করেও বাংলায় সেভাবে ফলাফল গড়তে পারেনি।তবে চেস্টা ছিল। ইতিমধ্যেই ‘বাঙালি প্রধানমন্ত্রী, দিদি এবার পিএম হবে’ স্লোগান সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দিল্লিতে জায়ান্ট স্কিনে দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় এর সরাসরি ভাষণ।নরেন্দ্র মোদি এবং অমিত শাহের গুজরাটে ৩৩ টি জেলার মধ্যে ৩২ টিতে ইতিমধ্যেই প্রস্তুতি তুঙ্গে। গুজরাটি ভাষায় বিভিন্ন পোস্টার ছেয়ে গেছে। সর্বভারতীয় তৃনমূল কংগ্রেস গুজরাট প্রদেশের তরফে আগামী ২১ জুলাই ভার্চুয়াল বক্তৃতা দেবেন মমতা।
Be First to Comment