অশোক দে – হিন্দুস্থান আর্ট অ্যান্ড মিউজিক সোসাইটি-র উদ্যোগে আগামী ২০ থেকে ২৪ ডিসেম্বর বর্ধমান এবং ২৫ থেকে ৩১ ডিসেম্বর কলকাতার নানা মঞ্চে অনুষ্ঠিত হতে চলেছে “ভারত সংস্কৃতি উৎসব”। ১২ দিনের এই আয়োজনে আমন্ত্রিত হয়ে আসছেন হরিপ্রসাদ চৌরাশিয়া, উল্লাস কোশলকর, বিশ্বমোহন ভাট, রণু মজুমদার, ভজন সোপরি, স্বপন চৌধুরী, সঞ্জয় মুখার্জি, অনিন্দ্য চট্টোপাধ্যায়, গোবিন্দ বোস, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, নয়ন ঘোষ, বিক্রম ঘোষ, সুজাতা মহাপাত্র-র মতো গুণী ব্যক্তিত্বরা। আর সন্তুরবাদক পঃ তরুণ ভট্টাচার্য তো আছেনই। উৎসবে একদিকে যেমন চলবে ভারতীয় কলা ও সংস্কৃতির প্রতিযোগিতা। অন্যদিকে ভারতের প্রথিতযশা শিল্পী ও প্রতিশ্রুতিময় শিল্পী সমন্বয়ে অনুষ্ঠিত হবে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য প্রদর্শন। থাকছে বিভিন্ন প্রদেশের লোকনৃত্য। এ ছাড়াও তালিকায় রয়েছে কবিসম্মেলন, আবৃত্তি ও নাটক। ৩১ ডিসেম্বর সকাল দশটায় কলকাতার দেশপ্রিয় পার্ক থেকে এক বর্ণময় শোভাযাত্রায় সামিল হবেন সর্বস্তরের সংস্কৃতিমনস্ক ব্যক্তিত্ব, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবি সহ ভারতের প্রায় ২০টি রাজ্য ও বিশ্বের ৭টি দেশের শিল্পী ও উৎসবে অংশগ্রহণকারী প্রতিযোগীরা। ওইদিন সন্ধ্যায় প্রায় ৬০০ জন কৃতি প্রতিযোগীকে পুরস্কৃত করা হবে। সম্মাননা জানানো হবে বিভিন্ন বিভাগের শিল্পী,নাট্যকার, সাহিত্যিক ও সমাজসেবীদের। এ সবই জানালেন সংস্থার সম্পাদক পঃ প্রসেনজিৎ পোদ্দার। বর্ধমান তিনকোনিয়া পান্থশালায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শ্যামল দাস, তিলক দুবে, স্বামীনাথন পিল্লাই সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উপস্থিত সকলেই নানাভাবে সহায়তার আশ্বাস দিয়েছেন।
এই ডিসেম্বরে ই”ভারত সংস্কৃতি উৎসব”
More from GeneralMore posts in General »
Be First to Comment