পিন্টু মাইতি: ২৪মে, ২০২০। মেয়াদোত্তীর্ণ উত্তর দমদম পৌরসভার বিদায়ী চেয়ারম্যান সুবোধ কুমার চক্রবর্তীকে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটরের চেয়ারপার্সন পদে নিযুক্ত করার সাথে সাথে বর্তমান পুর বোর্ড বিলুপ্ত হয়ে গেল। রাজ্যপালের নির্দেশানুসারে পৌর বিষয়ক দপ্তরের যুগ্ম সচিবের সাক্ষর সম্বলিত নিয়োগপত্রটি গত ১৯শে মে ই-মেল মারফত পৌরসভাতে আসে। ২০শে মে পৌরসভার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সুবোধ চক্রবর্তীর নেতৃত্বে আরও ৮ জন বোর্ড অফ মেম্বার ২১ তারিখ থেকে তাঁদের দায়িত্বভার কার্যকর করেন। বিশেষ উল্লেখ্য, মার্চ মাসে হঠাৎ করোনা মহামারীর প্রাদুর্ভাবে কেন্দ্রীয় সরকার কর্তৃক দেশজুড়ে লকডাউনের নির্দেশ জারি করার ফলে এবং রাজ্য সরকার কর্তৃক প্রদত্ত ফলস্বরূপ নির্দেশাবলীর কারণে মহামারী আইন ও বিপর্যয় মোকাবিলা আইন বলবৎ থাকাতে পৌরসভার সাধারণ নির্বাচন করা সম্ভবপর হয়নি। রাজ্যপাল কর্তৃক প্রদত্ত ক্ষমতার প্রয়োগে পৌরসভার প্রশাসকেরা পরবর্তী আদেশ কিম্বা নির্বাচন পরবর্তী নতুন বোর্ড না গড়া পর্যন্ত পৌরসভার তদারকির কাজ চালিয়ে যাবেন।
নয় সদস্যের প্রধান সুবোধ চক্রবর্তী ছাড়া অন্যান্য সদস্যরা হলেন লোপামুদ্রা দত্ত চৌধুরী, বিধান বিশ্বাস, বাসন্তী দে বিশ্বাস, রাজর্ষি বসু, দেবাশিস ঘোষ, সুলতানা বানু, মহুয়া শীল এবং কল্যাণ কর। দায়িত্ব নেওয়ার পরে শ্রী চক্রবর্তী নিজেকে নাগরিক পরিষেবার অবিচ্ছেদ্য অঙ্গ বলে প্রতিক্রিয়ায় ব্যক্ত করেন । তিনি বলেন “আইনশৃঙ্খলা রক্ষা করে আমাদের উন্নয়ন ও সমৃদ্ধির দিকে এগিয়ে যেতে হবে। বর্তমান পরিস্থিতিতে যেখানে আমরা করোনা এবং আম্ফানের বিরুদ্ধে লড়াই করছি, উত্তর দমদমের প্রত্যেকের কাছ থেকে সহযোগিতা একান্ত কাম্য “।
Be First to Comment