অশোক ব্যানার্জী-
যদিও এখন আমার বয়স
বছর আটাত্তর,
তবু কোন দিন দেখিনিতো আগে
এমন বিধ্বংসী ঝড় !
ঝড়ের তান্ডবে আতঙ্কিত ,
কেঁপে উঠে বারবার
ভাবি এ কেমন ঝড়? নাকি প্রমত্ত
প্রকৃতির হুঙ্কার !
অথবা লাঞ্ছিত, আহত প্রকৃতি
রুদ্র রূপ নিয়ে
প্রতিশোধ নিতে এসেছে এবার
প্রচণ্ড বেগে ধেয়ে।
যেদিকে তাকাই দূর দূরান্তে
যত দূর দেখি তার
চার দিকে শুধু ধ্বংসের লীলা
মানুষের হাহাকার!
দূরদর্শনে দেখেছি যে আমি
ধ্বংসের ছবির তার ই,
ঝড়ের দাপটে ভেঙে গেছে কত
মানুষের ঘর বাড়ি!
অসহায় মানুষ জনেরা
আবার দাঁড়িয়ে পথে
ভাবে বারবার তাদের সাথেই
এমনটা কেন ঘটে।
আকাশের দিকে তাকিয়ে ভাবে
ঈশ্বর তুমি আছো?
থাকলে বাঁচাও আমাদের
আর আমাদেরই মাঝে বাঁচো!
Be First to Comment