Press "Enter" to skip to content

ইন্ডিয়ান রেড ক্রশ সোসাইটি র উদ্যোগে শিশু দিবস উদযাপন

Spread the love

গোপাল দেবনাথ, পশ্চিম মেদিনীপুর

ইন্ডিয়ান রেড ক্রশ সোসাইটি পশ্চিম মেদিনীপুর শাখার উদ্যোগে সাড়ম্বরে উদ্যাপিত হলো ‘শিশু দিবস ২০১৯’। ১৪ নভেম্বর, সোসাইটির প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয়া জেলা শাসক ড. রশ্মি কমল, আই.এ.এস. যিনি পদাধিকার বলে সোসাইটির চেয়ারপার্সন। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি-পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড. বিবেকানন্দ চক্রবর্তী, দুই অতিরিক্ত জেলাশাসক উত্তম কুমার অধিকারী ও সৌরভ মন্ডল, বিধায়ক আশিস চক্রবর্তী, মহকুমা শাসক দীননারায়ণ ঘোষ, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ গিরীশ চন্দ্র বেরা, রেড ক্রশের সম্পাদক ডাঃ গোলক বিহারি মাজি, কমার্স কলেজের অধ্যক্ষ ড.দুলালচন্দ্র দাস, শিক্ষাব্রতী অধ্যাপক অগমপ্রসাদ রায়, উদ্যোগপতি চন্দন বসু, সমাজসেবী কুনাল ব্যানার্জী, মেদিনীপুর সমন্বয় সমিতির সম্পাদক অমিত সাহু সহ বহু বিশিষ্টজন। মাননীয়া জেলাশাসক কর্তৃক প্রদীপ প্রজ্জ্বলনের পর স্বাগত বক্তব্য রাখেন সোসাইটির বর্তমান সম্পাদক ডাঃ গোলক বিহারি মাজি। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে একটি স্মরণিকা প্রকাশ করেন সমাগত অতিথিবৃন্দ। শিশু দিবসের তাৎপর্য ও ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর জীবন ও কর্ম সম্পর্কে আলোকপাত করেন ড. বিবেকানন্দ চক্রবর্তী। ১, ২ ও ৩ নভেম্বর তিনদিন ধরে যে স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল তার নিরিখে তিনজন মা’কে পুরস্কৃত করা হয়। সেইসঙ্গে অংশগ্রহনকারী সব শিশুর মা’কে শান্তনা পুরস্কার প্রদান করা হয়। পরিবেশিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন অসিত ব্যানার্জী। উপস্থিত সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন সোসাইটির কোষাধ্যক্ষ আইনজীবী দেবাশীষ দাস।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.