শতরূপা সান্যাল : বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক।
তোমার যে অসাধারণ ক্ষমতা আছে, তা জানি।
আলোকিত যে কোনো মুখকে
অন্ধকার করে দিতে তোমার এক লহমা লাগে।
আনন্দিত কোনো প্রাণকে কাঁদাতে
তোমার দু একটি বাক্যই যথেষ্ট
অপমানের ভারি ধোঁয়া ছড়িয়ে দিতে
তুমি সিদ্ধ হস্ত।
তুমি তবু আশা করো, ভালোবাসা পাবে।
তুমি তবু দাবী করো
সম্মান সমবেদনা সহমর্মিতা আর সোহাগ।
তুমি চাও,
মন থেকে গ্রহণ করব তোমাকে।
ঘৃণা ছাড়া কিছুই যে তোমায় দিতে পারিনা!
ভয় করি তোমাকে, তুমি ভাবো শ্রদ্ধা করছি
মেকি হাসি দেখে তুমি তৃপ্ত হও
ভাবো, সম্মানের রজনীগন্ধা দিচ্ছি তোমাকে।
ক্ষমতার দর্পে তুমি নিজেই তো পরাধীন হয়ে গেছ
ভুলেই গেছো স্বাধীনতার আনন্দে বেঁচে থাকা।
করুণা হয় তোমার মূঢ়তা দেখে।
মায়া হয়, ঘৃণা হয়।
তোমার অসাধারণ ক্ষমতাকে আমি মেনে নিই।
তোমার আশ্চর্য ক্ষমতাকে আমি অতিক্রম করতে পারিনা
তাই আরো তীব্র হয় অপ্রেম ও ঘৃণা।
Be First to Comment