Press "Enter" to skip to content

আম্পায়ার সাইমন টাফেল এর বই উদ্বোধনে সৌরভ গাঙ্গুলি

গোপাল দেবনাথ – সম্প্রতি কলকাতার আই. টি. সি. সোনারে এসে ছিলেন প্রখ্যাত আম্পায়ার সাইমন টাফেল। এই বিশিস্ট ভদ্রলোক আম্পায়ার টানা পাঁচবার আইসিসি র বর্ষ সেরা আম্পায়ার হয়ে ছিলেন। প্যান ম্যাকমিলান থেকে তার নিজের লেখা বই ” ফাইন্ডিং দ্য গ্যাপস” প্রকাশিত হল। এই টাফেল এর বই উদ্বোধনে ছিলেন বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়, অস্ট্রেলিয়ার কলকাতার কনসাল জেনারেল অন্দ্রেও ফোর্ড, বাংলাদেশের কলকাতার হাই কমিশনার তৌফিক হাসান। সৌরভ বলেন টাফেল কে জীবনে খুব ই কম ভুল করতে দেখেছি। ক্রিকেটার সম্বরণ বন্দোপাধ্যায় টাফেল কে সংবর্ধনা জানিয়ে বলেন টাফেল সবসময় দুশো শতাংশ ঠিক সিদ্ধান্ত নিতেন। বই প্রকাশের আগে কথা প্রসঙ্গে কলকাতা প্রীতির কথা জানা গেল। এই ভারতবর্ষ ও কলকাতাকে মনে প্রানে ভালোবাসেন। ভালো বাসেন এখানকার মানুষজন কে। সাইমন টাফেল বলেন ইডেনে দেশের বুকে প্রথম দিন রাতের ম্যাচ হবে। আর এটাই হবে আগামী দিনের টেস্টের ভবিষ্যৎ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা অর্জুন চক্রবর্তী, দাবাড়ু দিব্যেন্দু বড়ুয়া, সাংবাদিক বোরিয়া মজুমদার, শুভঙ্কর সেন সহ বিশিস্টজন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নীলাঞ্জনা জে. চক্রবর্তী।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published.