ভাস্কর ভট্টাচার্য -কোভিড ১৯
আমার চোখের সামনে সারি সারি লাশ
শ্বেতশুভ্র পায়রার মতো।
পরাজিত পরাভয় নিয়ে ঘড়ির টিকটিক।
এ বিশ্বের কলরব, মৈথুন থেমে গেছে,
অ্যান্টনি কতদিন স্পর্শ করেনি
ক্লিওপেট্রার পেলব উরু, কৃষ্ণের পাঞ্চজন্য
কোয়ারেন্টাইনে যেন ওষ্ঠের বৈধব্য কাল।
আমার দু চোখ বাকহীন শকুনের ডানা, অনঘ নীরবতা
যেন মৃত মানুষের লাশ গোনার জন্যই
বন্দি করে রাখা হয়েছে আমায়, সুধাহীন।
অদৃশ্য শত্রু তরবারি শানাচ্ছে ধূলিকণায়
যেন গোটা দুনিয়াকেই মর্গ বানিয়ে দেবে।
অকাল মৃত্যুর করুণা ভিক্ষা চেয়ে
বৃক্ষের কাছে গেলাম
গোটা অ্যামাজন শ্মশানের নীরবতা নিয়ে দাঁড়িয়ে
এক বৃহৎ নদীর কাছে, সে একান্নবর্তী হয়ে গেছে–
বন নদী পাহাড় সবাই করুণা নিয়ে তাকিয়ে আমার দিকে।
বললাম, বৃক্ষ , আমার লাশ গোনা শেষ হবে কবে?
নদী বিছিয়ে দিল আঁচল, মুছিয়ে দিল জল।
পাহাড়ের শক্তি নিয়ে লড়াই করছেন একদল।
সময়ের ঘড়ির কাঁটায় বিদ্ধ আমি, তুমি, তোমরা
কখন কোয়ারেন্টাইনে চলে যাব হয়তো
Be First to Comment