।।অশোক ব্যানার্জী।। সত্তর ঊর্ধ্ব বয়সে এখন
বসন্তের ছোয়া নেই
শীতের রুক্ষ স্পর্শ আজ
সারা দেহ মনে তেই!
ক্রমে ক্রমে আমি সংকুচিত,
মনের আবেগ যত
শেষ হয়ে গেছে ধীরে ধীরে সব
পাই না আগের মতো
কোনো কাজে উৎসাহ
মন ভরে গেছে বিষণ্ণতায়!
এটাই কি তবে জীবন থেকে
বসন্তের চির বিদায়?
আবার ভাবি ওই ত ওরা
ছোট ছোট ছেলে মেয়ে
ওরাই ত সব বসন্তের ফুল
চারি দিকে আছে ছেয়ে !
ওরা আজ কুড়ি,বিকশিত হোক,
ওদের সবুজ মন
পূর্ণতা পাক ,সুরভী ছড়াক
দিকে দিকে সারা ক্ষন ।
ওদের আবেগ,ওদের উৎসাহ,
আনন্দ , কলরব,
ফিরিয়ে আনুক আমার
বসন্ত উৎসব !
আমার বসন্ত উৎসব ! ………..
More from GeneralMore posts in General »
- ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম-রাজ্য ব্যাপী সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের নতুন সংগঠন….।
- “গৌরপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া”….।
- সবুজ-মেরুন শিবিরকে হারিয়ে দিল লাল-হলুদ ছোটো ব্রিগেড…।
- ভ্যালেন্টাইন ডে ইরানীর ক্যালেন্ডার লঞ্চ
- মোহনবাগানের নির্বাচনের দিন ঘোষণা হবে আগামী শনিবার….।
- What is PCOS? A Comprehensive Guide to Understanding Polycystic Ovary Syndrome….
Be First to Comment