——আন্তর্জাতিক দমকল কর্মী দিবস আজ——-
বাবলু ভট্টাচার্য: ঢাকা,আজ ৪ মে ‘আন্তর্জাতিক ফায়ার ফাইটার্স ডে’ বা দমকল কর্মী দিবস ৷ দমকলকর্মীরা প্রতিদিন নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে সাধারণ মানুষের প্রাণ এবং সম্পত্তি রক্ষা করে চলেছেন নিরলসভাবে ৷ সেইসব দমকল কর্মীদের স্মরণ করার দিন আজ ৷ তাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাবার দিন আজ ৷ আমাদের দৈনন্দিন জীবন নিরাপদ রাখতে ফায়ার ব্রিগ্রেডের গুরুত্ব অপরিসীম৷ দমকল বা ফায়ার সার্ভিসের কাজ এখন শুধু ফায়ার ফাইটিং নয়, এখন যে কোনো দুর্ঘটনায় উদ্ধার একটা বড় কাজ। ফায়ার সার্ভিসের কাছে মানুষের প্রত্যাশা বেড়েছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে ফায়ার সার্ভিসের সক্ষমতাও বেড়েছে। সাধারণ মানুষের নিরাপদ জীবন-যাপনের জন্য ফায়ার সার্ভিসকে আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে ৷ অগ্নিকাণ্ডসহ যে কোনো দুর্যোগে কাজ করার পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিভিন্ন প্রচারমূলক কর্মকাণ্ড চালাচ্ছে দমকল বিভাগ ৷
১৯৯৮ সালের ২ ডিসেম্বর অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় একটি বুশ ফায়ার ফাইটিংয়ে পাঁচজন ফায়ার ফাইটার নিহত হন। তাদের আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ৪ মে দিবসটি পালন করা হয়।
Be First to Comment