সুমনা দত্ত, কলকাতা, ২৩ জুন, ২০২০। করোনা মহামারীর পাশাপাশি অতি প্রবল ঘুর্ণিঝড় আমপানের দাপটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে বিগতদিনের একাধিক চিহ্ন এখনও স্পষ্ট এবং তা এখনো মুছে যায় নি। একমাসেরও বেশি সময় অতিবাহিত। দুর্যোগ সত্বেও পীড়িত এলাকার বাসিন্দারা আরও কষ্টের মধ্যে দিন কাটাচ্ছেন।
উল্লেখ্য, এ রাজ্যের দুই ২৪ পরগণা জেলাও ভয়ঙ্কর তান্ডবের শিকার। রাজ্যের মোট ৮ জেলায় এখনও টাটকা দুঃস্বপ্নের ছবি চোখের সামনে ভেসে ওঠে জেলার বাসিন্দাদের কাছে। এর মধ্যে ব্যতিক্রম দক্ষিণ ২৪ পরগণা ও উত্তর ২৪ পরগণা জেলা। বেশ খানিকটা সময় লাগবে স্থানীয় বাসিন্দাদের মূল স্রোতে ফিরে আসতে। সেই প্রচেষ্টা অব্যাহত।
এদিকে, পীড়িতদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত সেবাশ্রম সঙ্ঘ৷ ইতিমধ্যেই বিলি হচ্ছে নানা ত্রান সামগ্রী। ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে মথুরাপুর ১ নম্বর ব্লকের কালীতলা ও হালদারহাট গ্রামের প্রায় ১ হাজার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে চাল, ডাল, তেল, নুন, ত্রিপল, ফেস মাস্ক সহ নানা খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
এছাড়াও তাদের মধ্যে শুকনো খাবার তুলে দিয়েছেন ভারত সেবাশ্রমের সন্ন্যাসী সুব্রত মহারাজ। এবার এই মহতী ত্রান পরিচালনার অন্যতম দায়িত্বে ছিলেন বিশিষ্ট অধ্যাপক বাসরী হালদার।
এ প্রসঙ্গে তিনি বলেন, আমপানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে তৎপরবর্তী সময়কাল থেকেই ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ – এর উদ্যোগে বিভিন্ন এলাকায় রান্না করা খাবার সেখানে পৌঁছে দেওয়া হচ্ছে ।
যে সমস্ত এলাকায় পরিস্থিতি ধীর ধীরে স্বাভাবিক হতে চলেছে সেই সমস্ত অঞ্চলে শুকনো খাবার বিতরণের সাথে তা সাধারণ মানুষের মধ্যে পরিবেশনও করা হচ্ছে৷
Be First to Comment