বাবলু ভট্টাচার্য: ঢাকা, বাংলাদেশ, ২মার্চ ২০২০ ‘চাকি’কে মনে আছে, সেই বীভৎস খুনি পুতুল? সে আবারও ফিরতে চলেছে পর্দায়; তাও দুইভাবে। জুনে নতুনভাবে মুক্তি পাচ্ছে বিখ্যাত ‘চাইল্ড’স প্লে’। পরিচালনায় লার্স ক্লেভবার্গ। থাকবেন অব্রে প্লাজা, গ্যাব্রিয়েল বেটম্যান প্রমুখরা।
আবার অন্যদিকে ‘চাকি’কে নিয়ে একটা টিভি সিরিজ করতে চলেছেন ‘চাইল্ড’স প্লে’-এর স্রষ্টা ডন মানচিনি। সিরিজটার নামও হবে ‘চাকি’।
প্রসঙ্গত, ১৯৮৮ সাল থেকে এই বিখ্যাত হরর সিরিজটির সাতটি ছবি প্রদর্শিত হয়েছে।
Be First to Comment