নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২৩ মে, ২০২৩। গত ১৮ মে আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস উপলক্ষে গত রবিবার ২১ মে শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়ামে পালিত হল ‘ আন্তর্জাতিক সংগ্রহশালা দিবস’। এবছর থিম ছিল ‘ Sustainability and Well-Being’ , এই উপলক্ষে সেদিন সারাদিন বিনামূল্যে জনসাধারণের জন্য মিউজিয়াম খুলে দেওয়া হয়েছিল।
সেদিন বহু দর্শনার্থীর সমাগমে শ্রীচৈতন্য মহাপ্রভু মিউজিয়াম ছিল মুখরিত। মিউজিয়ামের মুখ্য অবেক্ষক শ্রী প্রীতম বাগচী সাংবাদিকদের বলেন , – “আমাদের দেশে মিউজিয়াম এসে সংগ্রহ দেখে ভাবনাচিন্তা করা বা তা নিয়ে চর্চা করার মানুষের যথেষ্ট অভাব রয়েছে। মানুষ মিউজিয়ামে আসা অভ্যেস করুক , ছেলেমেয়েদের মধ্যে মিউজিয়াম আসার প্রবণতা বাড়িয়ে দিক , মিউজিউয়াম যে একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র এই বোধ সকলের মধ্যে আসুক।
প্রসঙ্গত উল্লেখযোগ্য, গত ১৩ মে আমেরিকান কলস্যুলেট জেনারেল মিস মেলিণ্ডা পাভেক মিউজিয়াম পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেছেন।
তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন আমি এই মিউজিয়াম সম্পর্কে অন্যদের উৎসাহিত করার চেষ্টা করবো।
Be First to Comment