নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ২১ মে, ২০২৪। দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, কলকাতার (আইইএম-ইউইএম গ্রুপ) উদ্যোগে এবং রোটারি ক্লাব অফ সল্টলেক সিলিকন ভ্যালি এবং ইউএসএ-এর স্মার্ট সোসাইটির সহযোগিতায় মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হল আন্তর্জাতিক অলিম্পিয়াডের পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানে পুরস্কার বিতরণ, বক্তৃতা, বৈজ্ঞানিক পোস্টার প্রদর্শনী ছাড়াও উদ্ভাবনী নানা বিষয়বস্তু এবং অত্যাধুনিক প্রযুক্তির প্রদর্শন করা হয়। ১০৮ টি পুরস্কার ও মেডেল বিতরণ ছাড়াও সফলদের হাতে সেই অনুষ্ঠানে শংসাপত্র তুলে দেওয়া হয়।
চলতি বছরের জানুয়ারি মাসে ৩৬টি আন্তর্জাতিক অলিম্পিয়াড প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে ভারতের বিভিন্ন রাজ্য ছাড়াও মোট ১৪টি দেশের প্রায় এক হাজার পড়ুয়া অংশ নেয়। প্রথম থেকে দ্বাদশ শ্রেণীর প্রতিযোগীদের জন্য এই প্রতিযোগিতার বিষয় হিসেবে ছিল গণিত, বিজ্ঞান এবং ইংরেজি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডঃ অরুণ কুমার বার, প্রিন্সিপাল, আইইএম সল্টলেক; ডাঃ প্রবীর কুমার দাস, এইচওডি, মৌলিক বিজ্ঞান ও মানবিক বিভাগ; ড. সমাপিকা দাস বিশ্বাস, কাউন্সিলর এবং সহকারী এইচওডি, বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ডিপার্টমেন্ট সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা।
Be First to Comment