আজ আন্তর্জাতিক সেবিকা (নার্স) দিবস
বাবলু ভট্টাচার্য : সেবাই তাদের মূল ধর্ম, সেবাই তাদের ব্রত। রাত নেই, দিন নেই মানুষের সেবা করেই তাদের সুখ। তারা সেবিকা। মানবসেবার মহান ব্রত নিয়ে যে পেশার যাত্রা।
আজ ১২ মে মানবসেবায় অনন্য দায়িত্বপালনকারী সেই সেবিকাদের স্বীকৃতির দিবস, আন্তর্জাতিক সেবিকা দিবস।
আধুনিক নার্সিংয়ের প্রবর্তক মহীয়সী সেবিকা ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্বের নানা প্রান্তে তাঁর জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয়। তিনি ১৮২০ সালের ১২ মে ইতালির ফ্লোরেন্স শহরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। ফ্লোরেন্স নাইটিংগেলকে আধুনিক নার্সিংয়ের প্রবর্তক বলা হয়।
Be First to Comment