গোপাল দেবনাথ: কলকাতা, ৮মে ২০২০। আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯ তম জন্মজয়ন্তীতে এবছর ২৫শে বৈশাখ সাক্ষী থাকল অভিনব মুহূর্তগুচ্ছের, এই সময় সারা বিশ্ব ভয়ে জুজু হয়ে আছে করোনা ভাইরাসের আক্রমণে। ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষের প্রাণ হানি হয়েছে। কিন্তু আপামর বাঙালি বহু আঘাতে দীর্ণ হয়েও রবিঠাকুরের দর্শনের মাঝে খুঁজে পান বেঁচে থাকার রসদ ও সঞ্জীবনী সুধা। সরকারি বিধি নিষেধকে মান্যতা দিয়ে লকডাউন পালনের নিয়মের মধ্যেও রবীন্দ্রজয়ন্তী উদযাপনে কোনো রকম কার্পণ্য দেখা যায়নি। পশ্চিমবঙ্গ বিধানসভা যথাযত মর্যাদার সাথে সেই পথে হেঁটে কবিগুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলী নিবেদনে সেটাকে প্রমাণ করল।আজ রাজ্য বিধানসভায় ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত করা হল রবীন্দ্রজয়ন্তীর সংক্ষিপ্ত অনুষ্ঠান। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় কবির তৈলচিত্রে মাল্যার্পণ করেন। এরপর রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বিধায়ক অশোক দেব, সচিব অভিজিৎ সোম, বিশেষ সচিব ধৃতিরঞ্জন পাহাড়ী, যুগ্ম সচিব অরবিন্দ পঞ্চোধ্যায়, অন্যতম যুগ্ম সচিব তথা কমিটির আধিকারিক তুষার কান্তি নন্দী, ডেপুটি মার্শাল ভোলানাথ মুখার্জি সহ অন্যান্য আধিকারিকেরাও কবির চিত্রে পুষ্প ও মাল্যার্পণ করেন। সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, প্রতিবছর পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষব্যাপী রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠান ছাড়াও সারা বিশ্বজুড়ে যথাযোগ্য মর্যাদার সাথে এই দিনটি পালিত হয়ে থাকে। এই বছর করোনার পরিপ্রেক্ষিতে লকডাউনের জন্য কোথাও বড় মাপের আয়োজন সম্ভব না হলেও, ছোট আকারে সেটি পালিত হচ্ছে। বিধানসভার স্বল্প কর্মী ও আধিকারিকদের সাদর আগ্রহে অনুষ্ঠানের আয়োজনকে তিনি অন্তরদিয়ে স্বাগত জানান।
বিরোধী দলনেতা আব্দুল মান্নান বলেন ধূমধাম করে রবীন্দ্রজয়ন্তী পালিত না হলেও অন্তর থেকে কবিগুরুকে শ্রদ্ধা নিবেদন করা কম মর্যাদার নয়। এদিন অনুষ্ঠান চলাকালীন অধ্যক্ষের হাতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে একান্ন হাজার টাকার চেক তুলে দেন বিধানসভার মুখ্য সাংবাদিক রাজীব শরণ। অন্যদিকে বিধায়ক হস্টেলেও রবীন্দ্রজয়ন্তী পালিত হয়। কবিগুরুর প্রতিকৃতিতে অধ্যক্ষ ও বিরোধী দলনেতা মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন। সেখানেও বিধানসভার সচিব, যুগ্ম সচিব, বিশেষ সচিব সহ বিধায়ক আলি ইমরান রমজও যথেষ্ট উদ্দীপনার সাথে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
তথ্য সহায়তা ও ছবি: সুবল সাহা।
Be First to Comment