গোপাল দেবনাথ: কলকাতা, ১০মে ২০২০। আজ সারা বিশ্বের মানুষ করোনার আতঙ্কে গৃহবন্দি। সারা বিশ্বে ইতিমধ্যে কয়েক লক্ষ মানুষের প্রাণহানি হয়েছে। মানুষের নিঃশ্বাস ও ছোঁয়াতে এই মারণ রোগের শিকার হচ্ছে। আমাদের দেশ তথা এই রাজ্যের বহু সাধারণ মানুষের প্রাণ হানি হয়েছে। এখনো পর্য্যন্ত এই রোগের প্রতিষেধক আবিষ্কার হয়নি। সারা বিশ্বের বৈজ্ঞানিক গণ এই রোগের প্রতিষেধক আবিস্কার করার জন্য লড়াই চালিয়ে যাচ্ছেন। এই মারণ ভাইরাস কে প্রতিরোধ করতে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার কিছু নিয়ম বিধি ঠিক করে দিয়েছেন যাতে সাধারণ মানুষ ঘরে থাকেন এবং প্রয়োজনে রাস্তায় গেলেও যেন সামাজিক দূরত্ব বজায় রাখেন এবং মাস্ক ব্যবহার করেন। এখনও বহু মানুষ এইসব নিয়মের তোয়াক্কা না করেই নিজের মর্জি মাফিক অনুযায়ী চলাফেরা করছেন। আবার কেউ কেউ ভুয়ো সংবাদ পরিবেশন করছেন। সাধারণ মানুষ কে বিভ্রান্তের মধ্যে ফেলে দিচ্ছেন। পুলিশ চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের সাথে অত্যন্ত খারাপ ব্যবহার করছেন, এটা খুবই চিন্তার এবং দুঃখের। এই লক ডাউনের মধ্যে বহু পরিযায়ী শ্রমিক দেশের নানা প্রান্তে আটকে থেকে অতি কষ্টে দিন গুজরান করছেন। কর্মহীন হয়ে রোজগারের অভাবে পেটে খাবার জুটছে না। যাও পাওয়া যাচ্ছে প্রয়োজনের তুলনায় খুবই কম। এই বিপদের দিনে জয়ী হতে গেলে সকলকে এক সাথে লড়াই করতে হবে। এই মহামারীর পরিস্থিতি তে চিকিৎসক সমাজ উপদেশ দিচ্ছেন কিছু সময় অন্তর যেকোনো ধরণের সাবান বা হ্যান্ডওয়াশ হাত ধুয়ে নিন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং কোন রকম শারীরিক সমস্যা হলে স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন। যে সমস্ত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে নিজের জীবনকে বাজি রেখে তাদের সন্মান করুন। আজ করোনা ভাইরাসের গ্রাস মানুষকে এতটাই অসহায় করে দিয়েছে এর বিরুদ্ধে লড়াই করতে হলে মানুষকে আরও অধিক মাত্রায় সচেতন হতে হবে। কেন্দ্র ও রাজ্য সরকারের স্বাস্থ্যবিধি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আজকের দুনিয়ায় এই সব পরিস্থিতির কথা মাথায় রেখে সানি ভর নির্দেশিত ও প্যান্থার স্টুডিও-র উপস্থাপনায় এবং ড্রিম কমিউনিকেশনের সহযোগিতায় তৈরি হয়েছে শর্ট ফিল্ম “কোভিড-১৯”। এই শর্ট ফিল্মের সম্পূর্ণ অংশই সকল অভিনেতা ও অভিনেত্রীরা বাড়িতে বসে নিজেরাই শ্যুটিং করেছে অত্যন্ত আধুনিক পদ্ধতিতে। শর্টফিল্মে অভিনয় করেছে সুস্মিতা দালাল, সঞ্জনা বসু, শুভশ্রী কর, ডল, ডালিয়া ঘোষ, চিত্রালী দাস, অরুণাভ দে, দেবশ্রী দত্ত, রনদীপ সরকার, সাংবাদিক অম্বর ভট্টাচার্য, অনিন্দ্য মুখার্জি, সিংগি চৌধুরী, অরিত্র কর্মকার, ঋত্তিক সীল, পূজা সরকার, পূজা কর্মকার, তৃষা সেন সহ আরও অনেকে। ছবিতে আবহ সঙ্গীত দিয়েছেন গোপাল সামন্ত। আগামীকাল ১১ই মে সানি ভর নির্দেশিত “কোভিড-১৯” মুক্তি পাবে একটি ওয়েব চ্যানেলে।
আগামীকাল সানি ভর নির্দেশিত “কোভিড-১৯” মুক্তি পাবে একটি ওয়েব চ্যানেলে।
More from GeneralMore posts in General »
- ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম-রাজ্য ব্যাপী সোশ্যাল মিডিয়ার সাংবাদিকদের নতুন সংগঠন….।
- “গৌরপ্রিয়া লক্ষ্মীপ্রিয়া”….।
- সবুজ-মেরুন শিবিরকে হারিয়ে দিল লাল-হলুদ ছোটো ব্রিগেড…।
- ভ্যালেন্টাইন ডে ইরানীর ক্যালেন্ডার লঞ্চ
- মোহনবাগানের নির্বাচনের দিন ঘোষণা হবে আগামী শনিবার….।
- What is PCOS? A Comprehensive Guide to Understanding Polycystic Ovary Syndrome….
Be First to Comment