নিউজ স্টারডম : ৩,নভেম্বর ২০২০: আনন্দ ও আশা নিয়ে একটু আগে থেকেই উৎসবের মরসুমের আবাহন করতে ভারতের সবচেয়ে বড় এবং সবচেয়ে জনপ্রিয় গয়নার ব্র্যান্ড তনিশক এক আকর্ষণীয় অফার ঘোষণা করেছে।এখন ক্রেতারা সোনার গয়নার মজুরিতে এবং হীরের গয়নার দামে ২৫% পর্যন্ত ছাড় পেতে পারেন উৎসব পালন করুন তনিশকের সঙ্গে, আর এই অফারগুলোর মাধ্যমে ঘরে আনুন সুখ ওসমৃদ্ধি এই অফার চালু থাকবে সীমিত সময়ের জন্য।

আরো বিশদ জানতে আপনার নিকটতম তনিশক স্টোরে যোগাযোগ করুন অথবা আসুন www.tanishq.co.in/offers এ।
উৎসব পালন করতে প্রয়োজন প্রাচুর্যে আর আড়ম্বরের। তনিশকের এক্সক্লুসিভ উৎসব সম্ভার ‘একত্বম’ আপনাকে উৎসবের আমেজ এনে দেবে একতার ধারণাই এই সম্ভারের অনুপ্রেরণা, এবং ভারতের শ্রেষ্ঠ শিল্পমাধ্যমগুলোর সঙ্গমস্থল এই সম্ভার এসবের সূক্ষ্ম সংমিশ্রণে তৈরি হয়েছে এই অসামন্যসম্ভার, যা একতার সৌন্দর্যকে জীবন্ত করে তোলে। একত্বম ভারতের কয়েকজন সেরা কারিগরের শিল্পকর্মের প্রতি শ্রদ্ধার্ঘ।

সারা দেশের এইসব কারিগর একতা বোধ করেছেন বলে একত্রিত হয়ে এই সম্ভার সৃষ্টি করেছেন।এই সম্ভারের দীপ্তির কারণ ভারতের বিভিন্ন অঞ্চলের ১৫টি ভিন্ন শিল্পমাধ্যমের সমন্বয়, যা প্রত্যেকটি গয়নাকে একেকটি মাস্টারপিসে পরিণত করেছে।

Be First to Comment