Press "Enter" to skip to content

আইইএম-এ আন্তর্জাতিক সম্মেলন…।

Spread the love

নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১ মার্চ, ২০২৪। সম্প্রতি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের উদ্যোগে আয়োজিত হল ইংরেজি শেখা এবং শেখানোর দক্ষতার ওপর এক আন্তর্জাতিক সম্মেলন। অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয়ের বেসিক সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ বিভাগ। মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, ফিলিপাইন, কানাডা, বাংলাদেশ এবং ভারত সহ একাধিক দেশ থেকে এই সম্মেলনে মোট ৩১১ টি গবেষণাপত্র জমা পড়ে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইএম-ইউইএম গ্রুপের ডিরেক্টর ড. সত্যজিৎ চক্রবর্তী; কর্পোরেট বিষয়ক মন্ত্রকের প্রাক্তন সচিব আর. বন্দ্যোপাধ্যায় এবং সঙ্গীত পরিচালক ও সুরকার দেবজ্যোতি মিশ্র।
ন’জন আন্তর্জাতিক এবং ভারতের মোট পাঁচজন অতিথি এই সম্মেলনে বক্তব্য রাখেন। সম্মেলনে সহযোগী সংগঠন হিসেবে আইইএম পাশে পায় ইনার হুইল, স্মার্ট সোসাইটি, ইউজিসি কেয়ারকে, যাদের সাহায্যে এই ভাষা শিক্ষার চিন্তা-ধারাকে বিশ্বের সামনে তুলে ধরতে তারা সক্ষম হয়।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.