গোপাল দেবনাথ: ২ জুন, ২০২০। বিশ্বব্যাপী মানুষ আজ লড়াই করছে মহামারি করোনা ভাইরাসের বিরুদ্ধে। ডাক্তার স্বাস্থ্যকর্মী প্রশাসন সকলে মিলে একযোগে লড়াই চালিয়েও করোনার বিরুদ্ধে লড়াইয়ে আজও পূর্ন সফলতা পাওয়া যায়নি। সারা বিশ্বজুড়ে বহু মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারলেও কয়েক লক্ষ মানুষের ইতিমধ্যে মারা গেছেন।এরই মধ্যে উড়িষ্যার উপর দিয়ে যে আমফান ঝড় শহর কলকাতাকে তছনছ করে এই রাজ্যের কয়েকটি জেলাকে প্রায় মাটিতে মিশিয়ে দিয়েছে। এই ধরনের ঘূর্ণিঝড় গত ২৭৫ বছরের মধ্যে রাজ্যের মানুষকে সহ্য করতে হয়নি।এই প্রবল ঘূর্ণিঝড় ও অতিরিক্ত বৃষ্টির ফলে কয়েক কোটি মানুষের অস্বাভাবিক ক্ষতি হয়েছে। দুবেলা দু মুঠো অন্ন যোগাড় করতে তাদের হিমশিম খেতে হচ্ছে। ইতিমধ্যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গতদের অবস্থা সরেজমিনে প্রত্যক্ষ করে এসেছেন।তারা আশ্বাস দিয়েছেন এই সকল দুর্গত মানুষদের সর্বত ভাবে সাহায্য করা হবে। এই সব দুর্গত মানুষের কথা ভেবে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সংস্থা বিপন্ন মানুষের কাছে পৌঁছে গিয়েছিলেন সাহায্যের হাত বাড়িয়ে দিতে।সংস্থার পক্ষে চেয়ারম্যান বুম্বা মুখার্জী জানালেন আপাতত আমরা সুন্দরবন এলাকা সংলগ্ন হিঙ্গলগঞ্জ গ্রামে কিছু খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় জিনিস দুর্গত মানুষের হাতে তুলে দিলাম। আগামী দিনেও আমাদের এই প্রচেষ্টা বজায় থাকবে।
” অল ইন্ডিয়া হিউম্যান রাইটস
সর্বদা মানুষের সাথে, মানুষের পাশে “
” অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সর্বদা মানুষের সাথে, মানুষের পাশে “……….
More from GeneralMore posts in General »
- দু’জোড়া অসহায় চোখ আজও তাকিয়ে আছে আকাশের দিকে….।
- 1st CT Scan unit of 96 Slice installed at century old SVS Marwari Hospital….
- হাওড়া – শ্রীরামপুরে জাতীয় লোক আদালতে মিটলো অসংখ্য মামলা…।
- বৌদ্ধ ধর্মাঙ্কুর সভাগৃহে অনুষ্ঠিত হলো এস এন মিউজিক আয়োজিত অনুষ্ঠান “আজ হৃদয়ে ভালোবেসে”….।
- বিশ্ব লিম্ফোমা দিবসে ক্যান্সার থেকে মুক্তির কাহিনী শোনালেন ক্যান্সার জয়ীরা…..।
- Marwari Yuva Manch Siliguri honours veteran Salesian priest and educationist….
Be First to Comment