গোপাল দেবনাথ,কলকাতা,৯মার্চ: বাংলার নিজস্ব পরম্পরা ও সংষ্কৃতি লোকসঙ্গীত। যেখানে প্রান্তিক মানুষের সুখ দুঃখের ছবি ফুটে ওঠে। প্রকাশ পায় তাদের প্রাণের আকুতি। ইদানিং লোকগান নিয়ে চলছে নানা পরীক্ষা নিরীক্ষা। কোনটা ভালো বা কোনটা মন্দ তার বিচার করবে শ্রোতারা। সময়ের দাবি মেনে লোকগানের জগতে উঠে এলেন এক সম্ভাবনাময় প্রতিভাময়ী নতুন গায়িকা অরুণা নস্কর। তার গলার জাদু, উপস্থাপন, আবেগ তৈরী হয়েছে নিজস্ব গায়কীতে। যেখানে খুঁজে পাওয়া যায় মাটির গন্ধ। প্রাণের স্পর্শ। সদ্য ফ্লোক ষ্টুডিও বেঙ্গল থেকে বেরিয়েছে শিল্পীর একক গান “ওরে ও রসিক নাইয়া”। কথা- রাধা রমন। গান বেরোনো মাত্র শ্রোতাদর মন ছুঁয়েছে। সঙ্গীত শিল্পী অরুণা কলকাতা বাসী হলেও আদপে জেলা শহর বারুইপুরের মেয়ে। গ্রামের জল হাওয়ায় তার বেড়ে ওঠা। ছোটবেলা থেকে তার গানের প্রতি টান। শুনে শুনে যে কোনো গান নিখুঁত সুরে গাইতে পারেন এই শিল্পী। গানের প্রথম তালিম নিয়েছেন ভক্ত রাম ঘরামির কাছে। শিখেছেন ধ্রুপদী, রবীন্দ্র সঙ্গীত, ছড়ার গান ও নজরুল গীতি। পাড়ায় ও নানা জায়গায় গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে পেয়েছেন অজস্র পুরস্কার। এই দেশের অন্য রাজ্য এমনকি বিদেশে গান গেয়ে আসর মাতিয়েছেন এই সঙ্গীত শিল্পী।
দীর্ঘ সাত বছর ধরে গান শিখছেন লোকসংগীত শিল্পী ডঃ তপন রায়ের কাছে। খুব শীঘ্রই এঞ্জেল ডিজিটাল থেকে বেরোচ্ছে শিল্পীর নতুন গান ‘মন ফকিরা’। গায়িকা অরুণা নস্কর জানান, লোকগানের পরিবেশন শৈলী আমাকে খুব টানে। বাজারি নয় সঠিক পরিবেশনের মাধ্যমে আগামী দিনে ভালো কাজ করতে চাই। এক প্রশ্নের উত্তরে শিল্পী অরুণা আত্মবিশ্বাসের সাথে জানালেন গান যদি ভালো মানের হয় শ্রোতা সেই গান শুনবেই।
Be First to Comment