Press "Enter" to skip to content

অমিত গাঙ্গুলি ও ‘টিভিওয়ালা মিডিয়া টিম’-এর নিবেদন ‘কৃষকের ঈদ’……..

Spread the love

গোপাল দেবনাথ: কলকাতা, ২৫মে, ২০২০। ঠিক ১২১ বছর আগে এই দিনে (২৫ মে , ১৮৯৯ ) জন্মেছিলেন তিনি। তিনি গেয়েছিলেন ‘সাম্যের গান’। আজন্ম বিদ্রোহী কবি মানেননি কোনো ধর্মের বেড়াজাল। ‘ভগবান বুকে পদচিহ্ন’ এঁকে দেওয়ার স্পর্ধা দেখাতে পারতেন যিনি, তিনিই সোচ্চার গলায় বলতে পারতেন সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষের ঘরে যদি ঈদ না আসে তাহলে সে ঈদের আনন্দ মিথ্যে। আজ সেই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে, ঈদের এই খুশীর মুহূর্তে আমরা স্মরণ করতে চাই সেই মানুষজনকে যাঁরা আমাদের মুখে অন্ন তুলে দেন। সবার ঘরে ঈদের খুশী উপচে পড়ুক এই আশা নিয়ে কবির এই কবিতাটি ‘‘কৃষকের ঈদ” নতুনরূপে নিয়ে এল ‘টিভিওয়ালা মিডিয়া’ টিম।
আসিফ আকবর (বাংলাদেশ ) এবং নচিকেতা চক্রবর্তী (কলকাতা) কে সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এই প্রয়াসে এক সঙ্গে আসার জন্য।

কবিতা- ‘কৃষকের ঈদ’

কবি- কাজি নজরুল ইসলাম।

কন্ঠ – আসিফ আকবর এবং নচিকেতা চক্রবর্তী।

সঙ্গীত সমন্বয়- জুয়েল মুরশেদ।

আবহ সঙ্গীত-নাভেদ পারভেজ।

স্যান্ড আর্ট- স্যান্ড কৌশিক।

সম্পাদনা- অনির্বাণ মাইতি।

গ্রাফিক্স প্যাকেজিং- ছায়া ও ছবি।

নির্বাহী প্রযোজক -সায়ান চক্রবর্তী এবং তানভির সানি।

ভিজুলাইজেশান – শৌভিক দাসগুপ্ত

উদ্যোগ- অমিত গাঙ্গুলি।

More from GeneralMore posts in General »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.