সুজিত চট্টোপাধ্যায়/গোপাল দেবনাথ: কলকাতা,৮ই জানুয়ারি ২০২০. আল তামিলরার গুহার দেয়ালে আদিম মানবের রঙের তুলিতে আঁকা বাইসনের ছবি কিংবা সোমালিযার গুহার গায়ে রাঙানো ছবি থেকে প্রমাণিত হয়, মানব সভ্যতার শুরু হওয়ার আগে থেকেই গুহা মানবেরা রঙের ব্যবহার করেছে। প্রস্তর যুগ পেরিয়ে আজ মানব আধুনিকতর হয়েছে। রং ও বিজ্ঞানের সূত্র ধরে পরিণত হয়েছে। বাড়বে মানুষ আর বাড়বে রঙের চাহিদা একথা দেড়শো বছর আগেই বুঝেছিলেন দূরদশী বাঙালি ব্যবসায়ী অক্ষয় কুমার লাহা। ১৮৭০সালে ধর্ম তলায় টিপু সুলতান মসজিদের উল্টোদিকে রঙের দোকান আজ মাইলস্টোন।
মঙ্গলবার কলকাতার প্রেস ক্লাবে স্বার্ধশতবর্ষের গর্ব নিয়ে বাঙালি ব্যবসায়ী প্রতিষ্ঠান অক্ষয় কুমার লাহা রঙের দোকানের পক্ষে বর্তমান প্রজন্মের শুভময় লাহা মঙ্গলবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে জানান দেশের বিবর্তনের এক ঐতিহাসিক মুহূর্তে এই প্রতিষ্ঠানের পথচলা
শুরু। তাই দশজন নিষ্ঠাবান কর্মীদের সম্বর্ধনা দেওয়া হয়েছে এই অনুষ্ঠানে মেয়র ইন কাউন্সিল দেবাশিস কুমারের উপস্থিতিতে। দেবাশিস কুমার কে স্বাগত জানান অক্ষয় কুমার লাহা রং প্রতিষ্ঠানের পক্ষে শুভময় লাহা, শুভায়ুন লাহা
ও দেবায়ন লাহা, ব্যবসাতে বাঙালিকে উৎসাহী করে তুলতে এই প্রতিষ্ঠানের দেড়শো বছর পূর্তি নতুন আশা দেখাচ্ছে।
অক্ষয় কুমার লাহা’র রংয়ের দোকানের স্বার্ধশতবর্ষ পূর্তি….
More from GeneralMore posts in General »
- 1st National Level CME & Workshop on Soft Tissue Tumours by Association of Bone & Soft Tissue Pathologists (ABSTP), India….
- মেডিকা সুপারস্পেশালিটি হসপিটাল তুলে ধরল এনজিওর ভূমিকা ক্যান্সার চিকিৎসায় জাতীয় ক্যান্সার সচেতনতা দিবসে….।
- শ্যামা সুন্দরী প্রতিযোগিতা ২০২৪….।
- টালিগঞ্জ সম্বোধি বুদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসব…..।
- খড়িগাছি ভারত সেবাশ্রম সঙ্ঘের বাৎসরিক মহোৎসব….।
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘ট্রামের যাত্রাশেষ!’…..।
Be First to Comment