তদ্রুপ তনয় দেবনাথ : কলকাতা, ২২ জানুয়ারি ২০২৪। জেটকান সিটো-রিউ ক্যারাটে এসোসিয়েশন ইন্ডিয়া-এর পরিচালনায় গত ২১ই জানুয়ারী, ২০২৪ তারিখে কলকাতার নিউ টাউন ফুটবল স্টেডিয়ামে ২৫তম বঙ্গভূমি কাপ ইন্টারন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪ অনুষ্ঠিত হয়। এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপ এ বাংলাদেশ, ভুটান, নেপাল সহ সারা ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১২০০ জন ক্যারাটে খেলোয়াড় এখানে অংশগ্রহণ করেছিল।
বর্ধমানের দ্য মার্শাল আর্টস একাডেমির প্রধান প্রশিক্ষক রেনসি দেবাশিস কুমার মন্ডল উপস্থিত সাংবাদিকদের বলেন, এই প্রতিযোগিতায় এই সংস্থা থেকে মোট ৫ জন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করে এবং মোট ৭ টি পদক (৪টি সোনা ও ৩টি রুপোর পদক) জয়লাভ করে।
পদক বিজয়ীরা হল শ্রেয়সী ঘোষ (সোনা – কাতা ও রুপো – কুমিতে), ইশানী গুপ্তা (রুপো – কাতা ও সোনা – কুমিতে), অয়নতিকা সাহা (সোনা – কাতা ও রুপো – কুমিতে) ও বৈদ্যুতি মন্ডল (সোনা – কাতা)।
জেলার ক্যারাটে খেলোয়ারদের পদক জয়ের খবরে সকলেই খুব খুশি এবং আনন্দিত।
Be First to Comment