নিজস্ব প্রতিনিধি: কলকাতা, ২৬ মে, ২০২৫। এবারের ১৩৪তম ডুরান্ড কাপ ফুটবল প্রতিযোগিতা শুরু হচ্ছে। এই প্রথম পাঁচ রাজ্যে ডুরান্ড কাপ অনুষ্ঠিত হবে। কলকাতা ছাড়া ঝাড়খণ্ড,অসম, মেঘালয় ও মনিপুরের ইম্ফলে। গতবারের চ্যাম্পিয়ন দল নর্থ ইস্ট ইউনাইটেড। তারা ফাইনালে মোহনবাগানকে হারিয়ে দিয়েছিল।
এশিয়ার প্রাচীনতম ফুটবল টুর্নামেন্টের ফাইনাল হবে ২৩ আগস্ট। দু’বছর পর ইম্ফলে ফের বসতে চলেছে টুর্নামেন্টের আসর। কোকরাঝাড় টানা তৃতীয়বারের মতো আয়োজক হতে চলেছে। গত বছর ঝাড়খণ্ডের জামশেদপুর এবং মেঘালয়ের শিলংয়ে ডুরান্ড কাপের খেলা হয়েছিল।
শতাব্দী প্রাচীন এই টুর্নামেন্টটি ২০১৯ সালে দিল্লি থেকে কলকাতায় স্থানান্তরিত হয়। আর এবার ১৩৪তম ইন্ডিয়ান অয়েল ডুরান্ড কাপ মোট ছ’টি ভেন্যুতে হতে চলেছে। কলকাতায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন এবং কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে। ইম্ফলের খুমান লম্পক স্টেডিয়াম, রাঁচির মোরহাবাদি স্টেডিয়াম ,জামশেদপুরের জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়াম আর কোকরাঝাড়ের সাই স্টেডিয়ামে।
Be First to Comment