নিজস্ব প্রতিনিধি : কলকাতা, ১২ সেপ্টেম্বর ২০২৩। আগামী ১৬ই সেপ্টেম্বর শনিবার, বিকাল পাঁচটায় রোটারি ক্লাব অফ সল্টলেক – কলকাতা, মিলন সমিতি এবং সেন্ট পলস্ প্রাক্তনী (১৯৮০) এর সম্মিলিত উদ্যোগে মিলন সমিতির ( হৃষিকেশ পার্ক) তাঁবুতে থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য, একটি আলোচনা সভা এবং স্ট্রোক প্রতিরোধ সংক্রান্ত বিষয়ে, একটি কর্মশালার আয়োজন করা হয়ছে। ঐদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রথিতযশা চিকিৎসক রোটারিয়ান ডাঃ রমেন্দ্র হোম চৌধুরী (থ্যালাসেমিয়া সচেতনতা বিষয়ে) এবং রোটারিয়ান ডাঃ দীপেশ কুমার মন্ডল (স্ট্রোক প্রতিরোধ বিষয়ে) । মিলন সমিতির সম্পাদক উমাপতি দত্ত এবং সভাপতি সঞ্জিত মিত্র বলেন আজকের দিনে এই ধরণের শারীরিক সচেতনতা মূলক কর্মশালার খুবই জরুরি বলে আমাদের মনে হয়েছে। আমরা চাইছি আপনারা সকলে এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঐ দুই স্বনামধন্য চিকিৎসকের মূল্যবান বক্তব্য ,পরামর্শ ও উপদেশ গ্রহন করে যদি কোনো মানুষের নূন্যতম উপকার হয় তাহলে আমাদের এই কর্মশালা আয়োজনের সার্থকতা হবে।
হৃষিকেশ পার্কে মিলন সমিতির তাঁবুতে থ্যালাসেমিয়া ও স্ট্রোক প্রতিরোধ বিষয়ে সচেতনতা শিবির….।
More from HealthMore posts in Health »
- রোটারীর উদ্যোগে ট্রেনিংপ্রাপ্ত সেবিকাদের শংসাপত্র প্রদান….।
- Dabur Honey and Akshay Kumar inspire India to “Take the First Step”….
- হার্ট অ্যাটাকের আশঙ্কা কমাচ্ছে কিউই ফলের নির্যাসে তৈরি নতুন ফুড সাপ্লিমেন্ট….।
- ডঃ মহেন্দ্রলাল সরকারের ১৯২ তম জন্মদিন উদযাপন….।
- নারায়ণা হাসপাতাল, হাওড়া স্তন ক্যান্সার সারভাইভারদের সহ বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা মাস উদযাপন করে….।
- CMRI Stroke Care Centre – 1st Hospital in East India Accredited by QAI…..
Be First to Comment