অশোক দে: কলকাতা, ২২শে জানুয়ারি ২০২০ সম্প্রতি”ইন্ডিয়ান ক্ল্যাসিকাল মিউজিক” অনুষ্ঠিত হল ‘দিশারী’-র উদ্যোগে। উদ্বোধনী সংগীতে অংশ নেয় শুভজিৎ সেনগুপ্ত,প্রভাস দাস,লিপিকা বিশ্বাস ও দোলা মুখোপাধ্যায়।পরিবেশিত রাগ ভূপালী ও বেহাগ। পরে ভিন্ন ধারার গান। মারুবেহাগ রাগে বিলম্বিত ও দ্রুত খেয়াল পরিবেশন করেন নমিতা দাস মন্ডল।শেষে শোনালেন মিশ্র কিরবানীতে ঠুংরি। তবলায় ছিলেন সুশোভন শীল। দ্বৈত যন্ত্র সংগীত। নিবেদনে ইউ এস এ আগত অতিথি শিল্পী বেহালাবাদক এলিজাবেথ লুসিয়া টমাস ও এদেশের পরিচিত সেতারি হিন্দোল চট্টোপাধ্যায়।ত্রিতাল আধারিত রাগ : পুরিয়া ধানেশ্রী। তবলাসঙ্গী অনিন্দ্য রায়। সবমিলিয়ে মনোরম সন্ধা।
হাওড়ার কুসুম মঞ্চ (বোধোদয়)-এ উচ্চাঙ্গসঙ্গীত সন্ধ্যা- আয়োজনে দিশারী
More from GeneralMore posts in General »
- Alumni Association of APC Ray Polytechnic celebrates 75th Anniversary (Diamond Jubilee0 of the college along with their 21st Reunion….
- কেন্দ্রীয় অর্থ ছাড়া গঙ্গাসাগরের পৌরাণিক মাহাত্ম্য পূর্ণ মহর্ষি কপিল মুনির সাধনার স্থলের এই ঐতিহ্য রক্ষা করা যাবে না – স্বামী পরমাত্মানন্দ….।
- হাঁটু প্রতিস্থাপন সার্জারির সাম্প্রতিক উন্নতি নিয়ে ডাঃ মনোজ কুমার খেমানির আলোচনা সভা….।
- CINI, ECHO India, and Kolkata Municipal Corporation Collaborate to Strengthen SSA School Leadership and Empower Educators….
- শ্রীচৈতন্য রিসার্চ ইনস্টিটিউট আয়োজিত গৌড়ীয় বৈষ্ণব সম্মেলন….।
- দক্ষিণী প্রয়াস আয়োজন করল “সত্যত উল্লাস ’২৫”: সামগ্রিক উন্নয়ন ও সম্প্রদায়ের চেতনার উদযাপন….।
Be First to Comment