স্মরণঃ ক ন স্তা ন্তি ন স্তা নি স্লা ভ স্কি
বাবলু ভট্টাচার্য : রিয়েলিস্টিক অভিনয় শিক্ষার গুরু তিনি। তাঁর বিখ্যাত এ্যাক্টিং থিয়োরি যাকে বলা হয় সাইকোটেকনিক, তার যথাযথ প্রয়োগ একজন অভিনেতাকে আমুল পরিবর্তিত করে দিতে পারে।
তিনি কনস্তান্তিন সের্গেইয়েভিচ স্তানিস্লাভস্কি।
তাঁর তত্ত্বকে সঠিকভাবে বুঝে যদি কেউ প্রাকটিস করতে পারে তবে তিনি অনন্য অভিনেতা হয়ে উঠতে পারেন এ সত্য প্রমাণিত।
তিনি ছিলেন একজন রুশ মঞ্চ অভিনেতা ও নির্দেশক। তিনি অন্যতম সেরা চরিত্রাভিনেতা হিসেবে বহুল পরিচিত এবং তাঁর পরিচালিত মঞ্চ-নাটকসমূহ তাঁকে তাঁর প্রজন্মের অন্যতম শীর্ষস্থানীয় মঞ্চ নির্দেশক হিসেবে খ্যাতি পাইয়ে দিয়েছিল।
অভিনয়ের প্রশিক্ষণ, প্রস্তুতি ও অনুশীলন পদ্ধতির কৌশলের জন্য তাঁর খ্যাতি ও প্রভাব রয়ে গেছে।
স্তানিস্লাভস্কি ১৮৬৩ সালের ১৭ জানুয়ারি মস্কো শহরে জন্মগ্রহণ করেন।
তাঁর বাবা সের্গেই আলেক্সিভিচ ছিলেন একজন ধনী শিল্পপতি। মা, এলিজাভেটা ভাসিলিয়েভনা ছিলেন গৃহিণী।
স্তানিস্লাভস্কি রাশিয়ার অন্যতম ধনী আলেকসেইয়েভ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর জন্মনাম ছিল কনস্তান্তিন সের্গেইয়েভিচ আলেকসেইয়েভ। কিন্তু পরবর্তীকালে তিনি মা-বাবার কাছ থেকে তাঁর অভিনয়ের কার্যক্রম গোপন রাখতে মঞ্চনাম ‘স্তানস্লাভস্কি’ গ্রহণ করেন।
স্তানিস্লাভস্কি ১৮৯৭ সালে ভ্লাদিমির নেমিরভিচ-দানচেঙ্কোর সাথে যৌথভাবে মস্কো আর্ট থিয়েটার প্রতিষ্ঠা করেন, যা শুরুতে ‘মস্কো পাবলিক-অ্যাকসেসিবল থিয়েটার’ নামে পরিচিত ছিল।
এই নাট্যমঞ্চের ইউরোপে ও মার্কিন যুক্তরাষ্ট্রে সফর এবং এর মাইলফলক ‘দ্য সিগাল’ ও ‘হ্যামলেট’ নাটকের মঞ্চায়ন তাঁর খ্যাতির বিকাশে সহায়তা করে এবং মঞ্চনাটকে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়।

মস্কো থিয়েটারের কল্যাণে তিনি মস্কো ও বিশ্বব্যাপী তাঁর সময়ের নতুন রুশ নাটক, বিশেষ করে আন্তন চেখভ, মাক্সিম গোর্কি ও মিখাইল বুলগাকভের নাটকগুলোর প্রসারে ভূমিকা রাখেন। পাশাপাশি তিনি বিভিন্ন ধরনের ধ্রুপদী রুশ ও ইউরোপীয় নাটক মঞ্চস্থ করেন।
১৯২৮ সালে মস্কো আর্ট থিয়েটারের বার্ষিকীর সন্ধ্যায় মঞ্চে স্তানিস্লাভস্কি-র হার্ট অ্যাটাক হয়। এরপরে চিকিৎসকরা চিরতরে তাঁকে মঞ্চে যেতে নিষেধ করেন।
প্রায় ১০ বছর ধরে, রোগে ভুগে কনস্তান্তিন সের্গেইয়েভিচ স্তানিস্লাভস্কি ১৯৩৮ সালের আজকের দিনে (৭ আগস্ট) রাশিয়ার মস্কোয় মৃত্যুবরণ করেন।

























Be First to Comment