গোপাল দেবনাথ – সৃজিত মুখোপাধ্যায় মানেই একরাশ আশা থাকে দর্শকদের মনে। তাই আরও একবার নয়া চমক নিয়ে হাজির পরিচালক সৃজিত। এবার ফেলুদাকে নিয়ে ছবি বানাতে চলেছেন সৃজিত। আর এবার সৃজিতের ফেলুদা হলো অভিনেতা টোটা রায়চৌধুরী।
সব ধন্দ কাটিয়ে মঙ্গলবার সামনে এলো সৃজিতের ফেলুদা টোটা রায়চৌধুরির নাম।
এবার ‘ফেলুদা’ নিয়ে এই ওয়েব সিরিজে মনোনিবেশ করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ‘ছিন্নমস্তা’ ও ‘যত কান্ড কাঠমান্ডুতে’ নিয়ে গল্প এগোবে সৃজিতের নয়া সিরিজের।সৃজিতের ফেলুদা টোটা আর অন্যদিকে লালমোহনবাবু র ভূমিকায় ধরা দেবেন অনির্বাণ চক্রবর্তী |
সৃজিত মুখোপাধ্যায় জানালেন যে ‘ফেলুদা ফেরত’-এর ফেলুদা হচ্ছেন টোটা রায়চৌধুরি। বাঙালি গোয়েন্দা সাহিত্যের এই খ্যাতনামা চরিত্রটির সঙ্গে সব্যসাচীর পর যদি আর কোনও অভিনেতার সঙ্গে সাদৃশ্য থেকে থাকে, তাহলে তিনি টোটা রায়চৌধুরি, এমনটাও বলছেন অনেকে। আশাকরা যায় নতুন ফেলুদার চরিত্রে টোটা রায় চৌধুরী কে দর্শকদের পছন্দ হবে।
Be First to Comment