Press "Enter" to skip to content

সাম্যের অগোচরে স্বৈরতন্ত্রের অগোচরে আমরা যদি পাই অসাম্যের গন্ধ , হাতে হাত রেখে এ যুদ্ধ করব বন্ধ….।

Spread the love

অগোচর / মতিলাল পটুয়া

চোখের অগোচরে মনের অগোচরে
স্বপ্নের অগোচরে ভাবনার অগোচরে
দিনরাত্রি অনেক কিছু ঘটে চলেছে ,
আমরা থাকি তবু অজানায় ।

পথের অগোচরে ঘাটের অগোচরে
হাটের অগোচরে বাজারের অগোচরে
এমন অনেক কিছু ঘটে যায় ,
আমরা পড়ি চিন্তা ভাবনায় ।

গ্রামের অগোচরে গঞ্জের অগোচরে
শহরের অগোচরে নগরের অগোচরে
হয়তো অনেক কিছু ঘটে যাবে ,
আমরা কি তবু রইব নীরবে ।

নদীর অগোচরে সাগরের অগোচরে
বনের অগোচরে জঙ্গলের অগোচরে
যদি বয়ে যায় অজানা কোন স্রোত,
আমরা প্রতিকার হব স্রোতের সরবে ।

দেশের অগোচরে বিদেশের অগোচরে
শূন্যের অগোচরে প্রকৃতির অগোচরে
আমরা যদি দেখি অরাজকতার খেলা
বন্ধ করব করবই এই লীলা দ্বন্দ্ব ।

গন তন্ত্রের অগোচরে সমাজতন্ত্রের অগোচরে
সাম্যের অগোচরে স্বৈরতন্ত্রের অগোচরে
আমরা যদি পাই অসাম্যের গন্ধ ,
হাতে হাত রেখে এ যুদ্ধ করব বন্ধ।

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.