নিজস্ব প্রতিনিধি : হাওড়া, ২৬ সেপ্টেম্বর, ২০২৫। হাওড়ার সাঁত্রাগাছির অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী পূজা সাঁত্রাগাছি সার্বজনীন দুর্গোৎসব এবার ৯৮তম বর্ষে পড়ল। বৃহস্পতিবার এই পূজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসী স্বামী উত্তমানন্দ মহারাজ। সঙ্গে সমাজের বিশেষ ভাবে সক্ষম ছেলে-মেয়েরা গান গেয়ে শোনান। উপস্থিত ছিলেন সাঁতরাগাছি সার্ব্বজনীন দুর্গোৎসব এর চেয়ারম্যান শ্রী গৌরব মৈত্র।
স্বামীজী প্রদীপ প্রজ্জ্বলন করে মায়ের পাদপদ্মে পুষ্পার্ঘ অর্পণ করেন এবং সকলের সার্বিক মঙ্গল ও শান্তি কামনা করেন।
আয়োজক সংস্থা রামরাজা স্পোর্টিং ক্লাব। ক্লাব সভাপতি জয়তি ভট্টাচার্য জানান, এই পূজো বহু বছরের ঐতিহ্য বহন করছে। প্রবীণ-নবীন হাতে হাত মিলিয়ে আমরা দুর্গোৎসব পালন করি।
এই পূজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। আলোকসজ্জা, শিল্পকলার ছোঁয়া এবং সামাজিক বন্ধনের বার্তা নিয়ে দুর্গাপুজোর মহোৎসবকে ঘিরে মানুষের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। এই দুর্গোৎসব এখন শুধু পূজা নয়, সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলার এক গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
সাঁত্রাগাছি সার্বজনীন এর ৯৮ বছরের দুর্গোৎসব…।

More from GeneralMore posts in General »
- সুন্দরবনে ড্রোনের মাধ্যমে তাজা মাছ এবার পৌঁছে যাবে শহরে, উন্নয়নের নতুন দিগন্ত খুলে যাবে…।
- সুন্দরবনের উৎপাদিত দ্রব্য বিশ্ববাজারে পৌঁছে দিতে উদ্যোগ ন্যাশানাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের….।
- দুষ্কৃতীদের তান্ডবের প্রতিবাদে প্রথম আলোর সাংবাদিকরা আজ রাস্তায়….।
- India’s Protein Awakening: How 2025 Redefined Everyday Nutrition….
- কবাডিতে বিশ্বসেরা ভারতের মেয়েরা….।
- বিধাননগরের বিভিন্ন প্রান্তের নাগরিকদের নিয়ে অনুষ্ঠিত হল সিটিজেনস মিট….।





Be First to Comment