অশোক ব্যানার্জী : কলকাতা।
ভোট পর্ব শেষ !
আজকে রি-পোল দুটো,
কালকে থেকে রেজাল্ট
কার ভাগ্য ফুঁটো !
সরকার গড়বে কারা ?
ইন্ডিয়া না এন ডি এ,
সরকার গড়া হলে
বুঝবো শেষে গিয়ে।
ভাবছি এবার আমি
বাঙলাতে কী হবে ?
কার মৌরসী পাট্টা
বাঙলা জুড়ে রবে ।
যেই দিকেতে তাকাই
উত্তেজনা টান টান!
সবাই মিলে বলুন দেখি
আপনারা কী চান ?
যেই দলই আসুক
সরকার গড়ুক যারা,
একমাত্র কাম্য
সু-শাসন দিক তারা।
Be First to Comment