Press "Enter" to skip to content

সবার প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলির উপদেশ মেনে বাংলার কথা ভেবে সাইকেল ব্র্যান্ড ধূপকাঠি বাজারে আনল ব্র্যান্ডেড ধুনো…..।

Spread the love

শ্রীজিৎ চট্টরাজ / গোপাল দেবনাথ : কলকাতা,২৪ মে, ২০২২। আজ মঙ্গলবার সকাল থেকেই আকাশে মেঘ বৃষ্টির লুকোচুরি। বহুদিন পর সন্ধ্যায় কলকাতার ইডেন গার্ডেনে আই পি এলের প্রথম ম্যাচ। তাই এক ঢিলে দুই পাখি মারতে কলকাতায় এলেন বিশ্বের বৃহত্তম  মাইসোরের আগরবাতি প্রস্তুতকারক সংস্থা সাইকেল পিওর আগরবাতির ম্যানেজিং ডিরেক্টর অর্জুন রঙ্গা। মঙ্গলবার দুপুরে মধ্য কোলকাতার অফিস পাড়ার বনেদি পাঁচতারা হোটেল ললিত গ্রেট ইস্টার্ন হোটেলের ব্যাংকোয়েট এ সংস্থা তাদের নতুন ধূপ কাঠির ব্র্যান্ড পুষ্করিণী আগরবাতি ও ওম শান্তি ধুনোর বিপণনের সূচনা করলো তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর সৌরভ গাঙ্গুলির হাত দিয়ে।

সংস্থার পক্ষে ম্যানেজিং ডিরেক্টর অর্জুন রঙ্গা বলেন, মহীশূরের এন আর গ্রুপ ১৯৪৮ সালে প্রতিষ্ঠা করেন এন রঙ্গা রাও। আজ প্রায় প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে ২০ হাজার কর্মীর নিরলস প্রচেষ্টায় কুটির শিল্প থেকে এক বৃহৎ শিল্প প্রতিষ্ঠান হয়ে উঠেছে এন আর গ্রুপ। ভারত ও ভারতের বাইরে সুনামের সঙ্গে ব্যবসা করছে সাইকেল আগরবাতি থেকে সুগন্ধি। বতর্মান সময়ে  হেলিকপ্টারের যন্ত্রাংশ থেকে এরোস্পেস যন্ত্রাংশ নির্মাণকারী সংস্থা হয়ে উঠেছে এন আর গ্রুপ। ব্যবসার পাশাপাশি রঙ্গা পরিবারের তৃতীয় প্রজন্ম সামাজিক দায়বদ্ধতার কথা স্মরণে রেখে গড়ে তুলেছে, দাতব্য সংগঠন এন আর ফাউণ্ডেশন।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর অর্জুন রঙ্গা জানান, সৌরভ গাঙ্গুলির পরামর্শেই আমরা রেজিন ও উদ্বায়ী তেল দিয়ে তৈরি করেছি ধুনো। দেশের প্রথম ব্র্যান্ডেড ধুনো। আমরা ধূপের সুগন্ধির উপাদান হিসেবে ব্যবহার করি প্রাকৃতিক ফুলের নির্যাস। নতুন ব্র্যান্ড পুষ্করিনী ধূপকাঠিতেও আমরা মহীশূরের চামুন্ডেশ্বরী মন্দির, নানজুন্ডেশ্বরস্বামী মন্দির ও লক্ষ্মী ভেঙ্গটরামনস্বামী মন্দির থেকে সংগৃহীত ফুল থেকে নির্যাস ও ভেষজ দিয়ে তৈরি করি আমাদের বিভিন্ন ব্র্যান্ডের ধূপকাঠি। আমাদের ব্র্যান্ডের প্রতিটি ধূপকাঠি জিরো কার্বনহীন শংসাপত্রের অধিকারী। ফলে পরিবেশবান্ধব হিসেবে সর্বজন স্বীকৃত। স্বাস্থ্যের জন্য হানিকর নয়।

নতুন ব্র্যান্ডের উদ্বোধন করে সৌরভ গাঙ্গুলি বলেন, আমার মায়ের নির্দেশে বাড়িতে মাসকাবারি
নানা জিনিসপত্রের সঙ্গে বেশ ভালো পরিমাণে ধূপ কাঠি লাগে। ধুনো লাগে। বাংলার ঘরে ঘরে পুজোয় ধুনো বাংলার সংস্কৃতির অঙ্গ। তাই এই সংস্থাকে পরামর্শ দিয়েছিলাম ভালো মানের ধুনো প্যাকেটবন্দী করতে। আশাকরি বাঙালি এখন ভালো মানের ব্র্যান্ডেড ধুনো বাজারে পাবেন।

সৌরভ গাঙ্গুলি সাংবাদিকের মুখোমুখি হবেন, সেখানে খেলার কথা হবে না তা হয় না। তিনি বিভিন্ন খেলা প্রসঙ্গেও উত্তর দেন। সৌরভ জানান, সাইকেল ব্র্যান্ডের অ্যাম্বাসাডর হিসেবে একটা কথা জানাতে পারি, সংস্থার কর্তা অর্জুন রঙ্গা ক্রিকেটেরও ভক্ত। দেশজুড়ে তিনি ক্রিকেট ম্যাচ দেখার জন্য এক শহর থেকে অন্য শহরে ঘোরেন। আজ কলকাতায় তাঁর নতুন ব্র্যান্ড যেমন উদ্বোধন করলেন, বিকেলে যাবেন ইডেনে আই পি এল দেখতে।

মহারাজের মঞ্চে আগমনের আগে ধুনুচি নিয়ে তিন কন্যা নৃত্য পরিবেশন করলেন রবীন্দ্রসঙ্গীত দিয়ে। মঞ্চের পাশে বাংলার ঐতিহ্যের ঢাক বোল তোলে, আসছে পুজো, আসছে পুজো। প্রসঙ্গত বলা যেতে মহারাজ সৌরভ গাঙ্গুলি এই সংস্থার ছয় বছর ধরে ব্র্যান্ড অ্যাম্বাসাডর।

More from BusinessMore posts in Business »
More from InternationalMore posts in International »
More from SocialMore posts in Social »
More from SportMore posts in Sport »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Mission News Theme by Compete Themes.