গোপাল দেবনাথ : কলকাতা, ৪ নভেম্বর ২০২১। করোনা অতিমারীর সময়েও এই দেশ সহ বিশ্বের নানা প্রান্তে চলছে দীপাবলী ও শক্তির দেবী শ্রী শ্রী মা কালী মায়ের আরাধনা ও আলোর উৎসব। এরই মধ্যে যারা ব্যতিক্রমী তারা মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করেছেন তাদের মধ্যে বিশেষ ভাবে উল্লেখ করতে হয় চার নম্বর রাসমণি বাগানের কালীপূজো।
এই কালী পূজোকে কেন্দ্র করে দুঃস্থদের মধ্যে লায়ন আর্ট এ্যান্ড কালচারালের সভাপতি অনুপ কুমার বর্ধনের পক্ষ থেকে ১৬০ জনের হাতে শীত বস্ত্র কম্বল তুলে দেওয়া হলো গতকাল। এই সামাজিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৫৭ নং ওয়ার্ডের কো অর্ডিনেটর জীবন সাহা, ভারতীয় মানবাধিকার সংগঠনের পশ্চিমবঙ্গ শাখার সভাপতি মনতোষ বেরা, গোপাল চৌধুরী, রিন্টু টুং, মৌসুমী বর্ধন, গৌতম মজুমদার সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ।
Be First to Comment