গোপাল দেবনাথ – শ্যমপুকুর স্ট্রিট এ “বলাকা” র আয়োজনে শ্রী শ্রী জগদ্ধাত্রী মায়ের আরাধনা ১৭ বর্ষে পদার্পন করল। প্রতি বছর মহা ধুমধামের সাথে আয়োজন করে থাকে। এই বারোয়ারি পুজোতে কোন রকম চাঁদা নেওয়ার প্রচলন নেই। ২০০২ সালে এই পুজো যখন শুরু হয় তখন থেকেই সাধারণ মানুষ ও পাড়ার সকলের মধ্যে মায়ের ভোগ বিতরণের পরম্পরা আজ ও বজায় আছে। আজ জগদ্ধাত্রী মায়ের দর্শনে এসে ছিলেন রাজ্যের মাননীয়া মন্ত্রী ডাঃ শশী পাঁজা। মূর্তি দর্শন করে মুগ্ধ হয়েছেন মাননীয়া মন্ত্রী। এই পুজোর সাথে যারা ওতপ্রোত ভাবে যুক্ত তারা হলেন বাবুয়া আগরওয়াল, রাজেশ সাউ, অমর জিৎ শীল ও বুকুন দত্ত।এছাড়া ও সমস্ত সদস্য ও তাদের পরিবারের সহযোগিতা অনস্বীকার্য।
শ্যমপুকুর স্ট্রিটের বলাকা র জগদ্ধাত্রী পুজোয় মন্ত্রী শশী পাঁজা
More from GeneralMore posts in General »
- TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘দিঘায় এল জগন্নাথ….।
- বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনাচক্র ও কলম সৈনিক সন্মাননা প্রদান….।
- পেহেলেগাঁও ঘটনার প্রতিবাদ ও সম্প্রীতির বাতাবরণ বজায় রাখতে মৌন মিছিল….।
- রেডওয়াইন এন্টারটেনমেন্ট’ পরিচালিত এবং বসাক ইন্টিরিয়র’ নিবেদিত দ্বিতীয় ‘বঙ্গ পুরুষ সম্মান অনুষ্ঠিত হল…।
- নিহিলেন্ট ঘোষণা করল এমোস্কেপ – নতুন যুগের ইমোশন এআই ইঞ্জিন যা প্রাচীন জ্ঞান দ্বারা উদ্বুদ্ধ হয়েছে….।
- Dabur Glucose launches ‘Energize India’ Campaign to promote Young Athletes in West Bengal….
Be First to Comment